ধূপগুড়ির কোল্ড স্টোরেজের ম্যানেজারের উপর অতর্কিত হামলা
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ শুক্রবার ঘটনাটি ঘটেছে বিকেল সাড়ে তিনটা নাগাদ ধূপগুড়ি ব্লকের জলঢাকা কোল্ড স্টোরেজে । উল্লেখ্য গত কিছুদিন আগে ধূপগুড়ির এই কোল্ড স্টোরেজে আলুর বন্ড নিয়ে গন্ডগোল হয় । এবং পরবর্তীতে সেখানে মোতায়েন করা হয় পুলিশ । আজ দুপুরে সবাই খেতে গেলে স্থানীয় কয়েকজন ড্রাইভার ম্যানেজারের উপর হামলা করতে আসে বলে অভিযোগ ।
ম্যানেজারের অভিযোগ, দুপুরবেলা লাঞ্চ টাইমে খাওয়া-দাওয়া সেরে তিনি রেস্ট এর জন্য তার কোয়ার্টারে যান । এবং তখনই আচমকা তিন-চারজন ম্যানেজারের দরজা ধাক্কা দিতে শুরু করে । শব্দ শুনে সেখানে যায় কোল্ডস্টোরেজের এক কর্মী । সেই কর্মীকে ধস্তাধস্তি করতে শুরু করে হামলাকারীরা । ধস্তাধস্তির ফলে মাথা ফেটে যায় সেই কর্মীর । তৎক্ষনাত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কোল্ড স্টোরেজ এলাকা জুড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে ।
No comments:
Post a Comment