Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

ধ্বনি পরিচয় : সাদরি ভাষার নবদিগন্ত

ধ্বনি পরিচয় : সাদরি ভাষার নবদিগন্ত
আলোচক- ড. শান্তনু পাণ্ডা

নৃ-তত্ত্বের শিক্ষক গবেষক প্রাবন্ধিক ও সমাজকর্মীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ বছর জন্মদিবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে অনেক আলোচনা, পুস্তক রচনা হয়েছে। তাতে সমৃদ্ধ হয়েছে জাতি, সমৃদ্ধ হয়েছে পাঠক, গবেষকসহ সমস্ত স্তরের ভাষা সাহিত্য ও সমাজপ্রেমীরা। কিন্তু ভাষা ও নৃ-তত্ত্বের গবেষক ড. অরূপ মজুমদার মহাশয় বিদ্যাসাগরের প্রতি সম্মান জানিয়ে এক ভিন্নধর্মী কাজ করে বাংলার মুণ্ডা জনজাতিকে নতুন পরিসরে তুলে ধরেছেন। লকডাউন শিথিলকালীন সময়ে তিনি ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে মুণ্ডা জনজাতিদের ভাষাকে কেন্দ্র করে বাংলা লিপিতে সম্পাদিত করেছেন ‘ধ্বনি পরিচয়’(সাদরি ভাষার সংক্ষিপ্ত পরিচিতি বইটি। বইটি ইতিমধ্যে সমগ্র বাংলা জুড়ে মুণ্ডা সমাজে প্রশংসিত হয়েছে।

গ্রন্থ ভূমিকাতে ড. মজুমদার উল্লেখ করেছেন যে মূলত মুণ্ডা জনজাতির শিক্ষার্থীদের প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরে শিক্ষার্জনে ভাষাগত সমস্যা দেখা যায়। পারিবারিক ও সামাজিক ব্যবহৃত ভাষার সাথে বিদ্যালয়ের ভাষার পার্থক্যের জন্য তারা হীনমন্যতার শিকার হন। এই সমস্যা দূর করার জন্য তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ‘বর্ণপরিচয়’ এর আদলে সাদরি ভাষায় নির্মাণ করেছেন ‘ধ্বনি পরিচয়’ গ্রন্থটি। যেখানে তিনি মুণ্ডা জনজাতিদের দিয়েই সাদরি ভাষায় লিখিয়েছেন মুণ্ডাদের পেশা, শিক্ষা, বাসস্থানের বর্ণনা, গোত্র, সামাজিক রীতিনীতি, ধর্ম, যাদুবিদ্যা ইত্যাদি। সেই সাথে বইটির মূল আকর্ষণ সাদরি লিপি নিয়ে বিস্তৃত রূপরেখা অঙ্কনের প্রচেষ্টা। 

সাদরি লিপির রূপরেখা অঙ্কনের প্রচেষ্টাই ভবিষ্যতে সাদরি ভাষার নবদিগন্ত নিয়ে আসবে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। গ্রন্থটির কথামুখ লিখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মহিদাস ভট্টাচার্য্য। উনি ভাষাতত্ত্বের ব্যক্তিত্ব। তাই উনার লেখনীর বিষয়ে এইটুকুই বলবো উনার মতো পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্বরা আছে বলেই নিজ উদ্যোগে অরূপ মজুমদারেরা জনজাতি নিয়ে নিত্যনূতন কাজ করে চলেছেন। বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। বইটি মুণ্ডা সমাজের প্রত্যেকটি শিক্ষার্থীদের হাতে পৌঁছাক এবং শিক্ষায় তাদের ভাষাগত সমস্যা দূর হোক, একজন শিক্ষক গবেষক ও সমাজকর্মী হিসেবে এই প্রত্যয় ব্যক্ত করি।

ড. শান্তনু পাণ্ডা
নৃ-তত্ত্বের শিক্ষক গবেষক প্রাবন্ধিক ও সমাজকর্মী


1 comment:

  1. Wynn casino: What do you think about the new Vegas
    Wynn betman casino: What do you think about the new 포커 룰 Vegas casino? Wynn 출장안마 hotel room 사설토토 넷마블 is on sale at Wynn 예스 벳 Las Vegas. The Wynn Las Vegas

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot

Pages