Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 12, 2021

কুড়মালি রচিত : প্রাসঙ্গিকতা

কুড়মালি রচিত : প্রাসঙ্গিকতা

রুবী আদক পাণ্ডা, সহকারি অধ্যাপক, সেবাভারতী মহাবিদ্যালয়




নৃ-তত্ত্ব, ভাষাবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানের গবেষক ড. অরূপ মজুমদার সম্পাদিত ‘কুড়মালী রচিত’ বইটি বর্তমান প্রেক্ষাপটে একটি খুবই উপযোগীমূলক গ্রন্থ হিসেবেই পাঠক সমাজে সমাদৃত হবে বলে মনে হয়। ২১ শে ফেব্রুয়ারি ২০২১ গ্রন্থটি ১২৯ পৃষ্ঠায় সজ্জিত হয়ে কুড়মালী ভাষা ও সাহিত্যকে তুলে ধরেছে। কুড়মী সমাজের বিভিন্ন স্তরের লেখক ও গবেষকদের লেখায় পরিপূর্ণ বইটি এই সমাজের শিক্ষার্থীদের পাশাপাশি উৎসুক পাঠকের কাছেও একটি মূল্যবান গ্রন্থ হবে- এবিষয়ে সন্দেহের অবকাশ নেই। কুড়মী ভাষার নিজস্ব হরফ না থাকায় সম্পূর্ণ বইটি বাংলা হরফে তুলে ধরা হয়েছে। আমরা জানি যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে মূলত কুড়মীদের বসবাস। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও এই সম্প্রদায়ের প্রাচুর্যতা লক্ষ্য করা যায়।

সমগ্র বইটিতে কুড়মী জাতিদের সমাজ-চিত্রের ধারণা এবং প্রাত্যহিক দৈনন্দিন জীবন-যাত্রার ছবি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। কুড়মালী জাতির অন্যতম সংস্কৃতি সহরই পরবের বিভিন্ন দিক নিয়ে গবেষণামূলক লেখা স্থান পেয়েছে বইটিতে। শালগাছ যে কুড়মী জনজাতির কাছে দেবতা স্বরূপ সেই দিকটি লক্ষ্য রেখে সম্পাদক প্রচ্ছদে শালগাছের নীচে কুড়মী সমাজের পূজার চিত্র তুলে ধরে বইটিকে আরও আকর্ষণীয় ভাবে নির্মাণ করেছেন। এছাড়াও কুড়মীদের মন-বিশ্বাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা রয়েছে বইটিতে।যেহেতু প্রকৃতি তাদের ধারক ও বাহক তাই নির্দিষ্ট দিনে শ্রদ্ধা করতেই কুড়মীরা জাহিরামাতার পুজা করেন; যে কথা বইটির ছত্রে ছত্রে বিভিন্নভাবে এসেছে। 

বইটি ভবিষ্যৎ প্রজন্মের গবেষণার কাজে এবং ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে অসামান্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।বইটির কুথামুখ লিখেছেন এনথ্রোপলোজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়ার আধিকারিক ড. নবকুমার দুয়ারী মহাশয়।তিনিও প্রচুর অজানা তথ্যকে তুলে ধরেছেন। বইটির প্রধান বিশেষত্ব হল- কুড়মী ভাষায় কবিতা, গল্পের পাশাপাশি কুড়মী সমাজের ঘরবাড়ি থেকে শুরু করে বিবাহ,পোশাক-পরিচ্ছদ,জন্ম-মৃত্যু,ধর্ম প্রভৃতি পারিবারিক ও সামাজিক দিক প্রাঞ্জল ভাষায় প্রস্ফুটিত হয়েছে। বইটি বর্তমান কুড়মী সমাজের কাছে সমসাময়িক ও অতীতের একটি ‘হ্যাণ্ডবুক’ রূপেই বিবেচনা হবে বলে আমি আশাবাদী।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages