Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 12, 2021

খেলা শুরু! সিতাই বিধানসভায় শুরু হল দেওয়াল লিখন

 




খেলা শুরু! সিতাই বিধানসভায় শুরু হল দেওয়াল লিখন 





ঘোষনা হয়েছে ভোট। ২৭শে মার্চ থেকে আট দফায় রাজ‍্যে নির্বাচনের ঘোষনা করেছে কমিশন। ভোট ঘোষনার সঙ্গে সঙ্গে জারি হয়েছে আদর্শ আচরণ বিধি। ইতিমধ‍্যে ময়দানে নেমে পড়েছে প্রায় সব দলের প্রার্থী থেকে নেতা কর্মীরা। দেওয়াল লিখন, প্রচার, মিছিল মিটিং সবটাই চলছে একুশের ক্ষমতা দখলের চেষ্টায়। উত্তরবঙ্গের কোচবিহার জেলায় ভোট ১০ই এপ্রিল। ইতিমধ‍্যে প্রার্থী তালিকাও প্রকাশ করেছে তৃণমূল। 




বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন জগদীশ বসুনিয়া। ইতিমধ‍্যে সিতাই বিধানসভায় শুরু হয়ে গিয়েছে প্রচার। আজ সিতাইয়ের চামটা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও চামটা ছাত্র পরিষদ দেওয়াল লিখনের শুভরাম্ভ করলো বলেই খবর। স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতেই চলছে দেওয়াল লিখন। প্রচারে খামতি রাখতে চাইছেন না তাঁরা। 



প্রসঙ্গত আট দফায় নির্বাচনের সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাংলার বিধানসভায় ২৯৪টি আসন। যার ২৯১টি আসনে প্রার্থী দেবে তৃণমূল সেই মতো প্রার্থী তালিকাও প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়। এর মধ‍্যে আবার একটি আসনে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে হলফনামায় তারিখ ভুলের জেরে বাতিল হয় মনোনয়ন। এনিয়ে মামলা করা হলেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্যন্ত যায় মামলা। অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মনোনয়ন বাতিল জানায়। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়পুর ছাড়া ২৯০টি আসন নিয়েই লড়াই করতে হবে তৃণমূলকে। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages