নন্দীগ্রামে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর আক্রমনের প্রতিবাদে ধিক্কার মিছিল
নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্য :
নন্দীগ্রামে গত কাল মনোনয়ন পত্র জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায় । রেয়া পাড়ায় একটি হরিনাম সংকীর্তন মন্দিরে গিয়ে ফেরার পথে কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মারে বলে অভিযোগ । আর এর জেরে আহত হন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন হাসপাতালে।
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর আক্রমনের প্রতিবাদে আজ সন্ধায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এর নির্দেশে দিনহাটা ভিলেজ ২ নং গ্রাম পঞ্চয়েতের অন্তর্গত আমবাড়ি বাজারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে একটি ধিক্কার মিছিল ও দিনহাটায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহর সমর্থনে একটি মিছিল সংগঠিত হয় ।
উক্ত মিছিলে নেতত্ব দেন দিনহাটা ভিলেজ ২ নং গ্রাম পঞ্চয়েতের সকল পঞ্চায়েত সদস্য ও তৃণমল কংগ্রেস কর্মী সমর্থকবৃন্দ । প্রসঙ্গত, গতকাল বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে নন্দীগ্রামেই থাকার কথা ছিল তাঁর। কিন্তু এই ঘটনার জেরে পরে কলকাতায় রাতেই আনা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভর্তি করা হয় হাসপাতালে।
No comments:
Post a Comment