Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, March 11, 2021

'রাজনীতিতে মিঠুনের মতো ভাল মানুষের প্রয়োজন' বললেন অভিনেতা অঙ্কুশ

'রাজনীতিতে মিঠুনের মতো ভাল মানুষের প্রয়োজন'  বললেন অভিনেতা অঙ্কুশ



গত রবিবার মিঠুন চক্রবর্তী যখন ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চ থেকে বিজেপিতে যোগ দেন, সেই সময় রাজনীতির বৃত্তে থাকা একজন মানুষের সঙ্গে ঐন্দ্রিলা এবং অঙ্কুশের ছবি নিয়ে জোর শোরগোল শুরু হয়। 


"অঙ্কুশ এবং ঐন্দ্রিলা কি এবার গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন?"এমন প্রশ্ন উঠলেও, তা নিয়ে যে অঙ্কুশ বা ঐন্দ্রিলা বিশেষভাবে মাথা ঘামাতে প্রস্তুত নন, তা স্পষ্ট হয়ে যায়। মিঠুনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রেক্ষিতেই অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন ওই ছবি শেয়ার করেন, তা স্পষ্ট হয়ে যায়।


আজ টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি শেয়ার করলেন । 


অঙ্কুশ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মিঠুনের সঙ্গে ছবি শেয়ার করেন।" রাজনীতির দুনিয়ায় মিঠুনের মতো একজন ভাল মানুষের হাজিরা আরও অনেক বেশি করে প্রয়োজন। মিঠুনের মতো ভাল মানুষ যাতে আরও বেশি করে সাধারণ মানুষের পাশে থাকতে পারেন" 


সেই আশা প্রকাশ করে 'মহাগুরুকে' মিঠুন চক্রবর্তী কে জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানান অঙ্কুশ হাজরা।


অভিনেতা অঙ্কুশের পাশাপাশি ঐন্দ্রিলা সেনও মিঠুনের সঙ্গে ছবি শেয়ার করেন। একটি জনপ্রিয় রিয়্যালটি শোয়ের সেট থেকেই মিঠুনের সঙ্গে ছবি শেয়ার করেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages