Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, March 11, 2021

শিবরাত্রির পুজো দিতে ভীড় কেশিয়াড়া শিব মন্দিরে

শিবরাত্রির পুজো দিতে ভীড় কেশিয়াড়া শিব মন্দিরে



রঞ্জিত ঘোষ, বাঁকুড়া

হিন্দুধর্মাবলম্বী মানুষদের কাছে আজ এক বিশেষ দিন অর্থাত বাঙালির বারো মাসে তেরো পর্বণের এক পার্বণ মহা শিবরাত্রি। বিশেষত হিন্দুধর্মের কুমারী-বিবাহিত মহিলারা এই মহাশিব রাত্রির ব্রত পালন করে থাকে । আবার এই ব্রত পালন করা থেকে বিরত থাকেন না অধিকাংশ পুরুষরাও। 


হিন্দু শিবমহাপুরাণ অনুসারে বলাযায়, এইরাত্রিতেই নাকি ভগবান শিব সৃষ্টি, স্থিতি এবং  মহাপ্রলয়ের রুদ্র তান্ডবের নৃত্য করেছিলেন ।আবার এই শিব রাত্রির দিনেই নাকি পরমপুরুষ এবং পরমা প্রকৃতির মহামিলন ঘটেছিল, অর্থাত পরমপুরুষ শিব এবং পরমা প্রকৃতি তথা পার্বতীর বিবাহ হয়েছিল আজ । এই রাত্রিতেই নাকি ভগবান শিব তার প্রতীক লিঙ্গ তথা শিব লিঙ্গ রূপে উদ্ভাসিত হয়ে জীবকূলের পাপের বিনাশ ঘটিয়ে জীবকূলকে মুক্তির মার্গ দর্শন করিয়েছিলেন। আর সেই সময় থেকে আজও হিন্দুধর্মাবলম্বী মানুষদের কাছে প্রাসঙ্গিক মহাশিব রাত্রির এই দিনটি । আজকের এই দিনটিতে দেশের প্রতিটি কণায় কণায় ছড়িয়ে থাকা শিব মন্দির গুলিতে শৈব ভক্তদের ভীড় থাকে চোখে পাড়ার মতো ।এ ছবি ব্যতিক্রম নয় বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির কেশিয়াড়া শিব মন্দিরেও । আজ সকাল থেকেই কেশিয়াড়া শিব মন্দিরে শৈব ভক্ত-ভক্তিমতির ভীড় ছিল চোখে পাড়ার মতো ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages