হোলির আগে রাজবংশী,কামতাপুরি ভাষায় রং গিলা গান নিয়ে বাওয়াল মাচাতে আসছে স্যোসাল মিডিয়ার পরিচিত মুখ রঞ্জু ভাই
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ রাজবংশী,কামতাপুরি ভাষায় একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রাজবংশী ঘরের ছেলে রঞ্জন রায়। যাকে এককথায় সবাই রঞ্জু ভাই বলে চেনে ।
অনেকদিন থেকে তিনি বিভিন্ন রকম রাজবংশী, কামতাপুরি ভাষায় কমেডি ভিডিও করে আসছেন । তার একটি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রয়েছে রঞ্জু ভাই নামে । তার ভিডিওতে সাড়া দিয়েছে প্রচুর সংখ্যক মানুষ ।
কমেডি ভিডিও-র পাশাপাশি এবার ২০২১-এর হোলির আগে রাজবংশী ,কামতাপুরি ভাষায় রং গিলা গান নিয়ে বাওয়াল মাচাতে আসছে রঞ্জু ভাই এবং তার টিম । আগামীকাল তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে চলেছে রাজবংশী,কামতাপুরি ভাষায় 'রং গিলা' গান ।
জানা গেছে , ১৫ দিনের ব্যবধানে অনেক অর্থ ব্যয় করে এই রং গিলা গানটি তৈরি করেছে ময়নাগুড়ির নিম্নবিত্ত ঘরের ছেলে রঞ্জন রায় ওরফে রঞ্জুভাই। নতুনত্ব কিছু নিয়ে আসার ইচ্ছা থাকলেও বরাবরই আর্থিক অনটন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তার কাছে। তবে সবকিছু উপেক্ষা করে মনের জোরকে সম্বল করে ফের গানে গানে চমক দেওয়ার জন্য প্রস্তুত তার টিম। এবারের বসন্তের দোল উৎসবে উত্তরবঙ্গের মানুষকে যাতে তাদের মাটির ভাষায় দোল নিয়ে একটি মনোরঞ্জকপূর্ন গান উপহার দেওয়া যাই সেটাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
No comments:
Post a Comment