Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, March 22, 2021

জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এলো সম্বর হরিণ

জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এলো সম্বর হরিণ



নাথুয়া,জয়ন্ত বর্মন :: জঙ্গল থেকে লোকালে বেরিয়ে এলো সম্বর হরিণ। ডুয়ার্সের নাথুয়া রেঞ্জের অন্তর্গত আলতাডাঙ্গা চা-বাগানে ঢুকে পরে একটি পূর্ন বয়স্ক সম্বর হরিণ। হরিন টিকে দেখামাত্রই প্রচুর মানুষ ভিড় জমান বাগান চত্বরে। এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় নাথুয়া রেঞ্জের বনকর্মী দের। বনকর্মীরা খবর পাওয়া মাত্রই ছুটে যান ঘটনাস্থলে এবং জাল দিয়ে ঘিরে ফেলেন সেই চা বাগান যেখানে আশ্রয় নিয়েছিলো পূর্ণবয়স্ক হরিণটি। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। তারা এসে হরিণটিকে উদ্ধার করে । 

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পার্শ্ববর্তী জঙ্গল নাথুয়া অথবা ডায়নার জঙ্গল থেকে এই সম্বর হরিণ বেরিয়ে থাকতে পারে। কারণ এখন সুখা মশরুম সাভাবিকভাবে জঙ্গলে মাঝেমধ্যেই দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় শুকনো পাতায়। তাই আতঙ্কিত হয়ে অনেক সময় লোকালে বেরিয়ে আসে বন্যপ্রাণী। 


এদিকে খবর পাওয়ার পরে ঘটনাস্থলে ছুটে যান বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। তারা ঘটনাস্থলে গিয়ে জাল দিয়ে চারিদিক মুড়িয়ে ফেলার পর হরিন টিকে উদ্ধার করাহয়, এরপর নিয়ে যাওয়া হয় গরুমারা জাতীয় উদ্যানে।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে বনদপ্তর। 


বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, অনুমান করা হচ্ছে পাশের জঙ্গল নাথুয়া অথবা ডায়না জঙ্গল থেকে হরিণটি লোকালয়ে চলে এসেছিল। আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে হরিণ টিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যান এ নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পরই তাকে সেখানে ছাড়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages