উদ্ভাসিত হলো মেঘের ভেলা ই-ম্যাগাজিনের বিশ্ব কবিতা দিবস সংখ্যা
আজ ২১শে মার্চ, বিশ্ব কবিতা দিবস। প্রতি বছর এইদিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে পালন করা হয় বিশ্বজুড়ে। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চকে ‘বিশ্ব কবিতা দিবস’ হিসেবে ঘোষণা করে।
কাব্যিক অভিব্যক্তির মাধ্যমে ভাষাগত বৈচিত্র্যকে সমর্থন করা এবং বিপন্ন ভাষা শোনার সুযোগ বাড়ানোর লক্ষ্যে এই দিনটি পালন করা হয়।
আজ বিশ্ব কবিতা দিবসে একলব্য প্রকাশনীর উদ্যোগে অনলাইন ই-ম্যাগাজিন 'মেঘের ভেলা'-র বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। কবিতা, গল্প, ছোটো গল্প সহ একাধিক সাহিত্য প্রকরণে সমৃদ্ধ এই পত্রিকা ২০১৭ সাল থেকেই কখোনো অনলাইনে আবার কখোনো প্রিন্ট আকারে প্রকাশিত হয়ে আসছে। সাহিত্য জগতের অনন্য একটি পত্রিকা, যা দেশ-বিদেশের একাধিক সাহিত্য -এর মানুষের লেখা প্রকাশিত হয়। এই পত্রিকার সম্পাদনা সম্রাট দাস।
আজ নাজিরগঞ্জে একলব্য প্রকাশনীর দপ্তরে পত্রিকার সম্পাদক সম্রাট দাস, কার্যকরী সম্পাদক আছির আলি, আরিফ হোসেন ও অনন্যা দাশগুপ্তের অনলাইন উপস্থিতিতে পত্রিকা প্রকাশ হয়।
পত্রিকাটি পড়তে স্ক্রল করুন অথবা pdf download করুন -
No comments:
Post a Comment