অতিরিক্ত ফি কমানোর দাবিতে কলেজ অধ্যক্ষকে ডেপুটেশন SFI-এর
অতিরিক্ত ফি কমানোর দাবিতে আজ দিনহাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে ডেপুটেশন দিল ভারতীয় ছাত্র ফেডারেশন। দিনহাটা মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ এই বিষয়ে সদর্থক ভূমিকা নেবেন বলে আশাবাদী তাঁরা। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন আব্দুল মালেক পাটোয়ারী, সঞ্জীব কর্মকার, বুবুনি বর্মন, মিজানুর মিঞা, ধৃতিমান দত্ত, প্রদীপ বর্মন। তাঁরা জানান, এর আগেও এবিষয়ে আন্দোলন করা হলেও কোনো পদক্ষেপ নেয়নি কলেজ।
ভারতের ছাত্র ফেডারেশনের তরফে জানানো হয়, ভারতের ছাত্র ফেডারেশন(SFI) দিনহাটা কলেজ ইউনিট দিনহাটা কলেজের সেমিস্টার ফি কমানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।কলেজ কর্তৃপক্ষ কোনোরূপ নোটিশ ছাড়াই ওয়েবসাইট এ পরবর্তী সেমিস্টার এর ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। করোনা পরিস্থিতি ও বিভিন্ন কারণে কলেজের ব্যায় কমে যাওয়ার পরেও কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছে প্রচুর পরিমানে সেমিস্টার ফি ধার্য করছে। যার ফলে দিনহাটার দরিদ্র ছাত্রছাত্রীদের কলেজে পড়াশুনা ছেড়ে দিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই দাবী করা হলেও দিনহাটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট উদয়ন গুহ ও কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করে সেমিস্টার ফি কমানোর সদর্থক ভূমিকা নিচ্ছে না। উপরন্তু বারংবার উদয়ন গুহ ছাত্রছাত্রীদের আন্দোলনকে দমানোর জন্য চেষ্টা করছে। অভিলম্বে সেমিস্টার ফি কমানো না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।
No comments:
Post a Comment