Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 13, 2021

নববর্ষে Digital শুভেচ্ছা জানান facebook, twitter, whatsapp, instagram এ, Free Download

নববর্ষে Digital শুভেচ্ছা জানান facebook, twitter, whatsapp, instagram এ, Free Download 



Download

নববর্ষ কথার আক্ষরিক অর্থ ‘নতুন বছর’। অর্থাৎ নববর্ষ মানে পঞ্জিকা অনুযায়ী কোন একটি সময়সীমার সমাপ্তি এবং তার সাথে সাথে একটি নতুন সময়সীমার প্রারম্ভ।
Download


যে সমস্ত অঞ্চলগুলি সৌরবর্ষ পঞ্জি অনুসরণ করে থাকে সেই সমস্ত অঞ্চলগুলিতে বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসেবে ধরে থাকে।
Download


পঞ্জিকা অনুসারে এই সময়ের হিসেবখাতায় নতুন দিনটিকে স্বাগত জানিয়ে নতুন বছরের খ্যাতি চাপিয়ে দিয়ে উৎসব মানানোই হল ‘নববর্ষ’। 
Download


তবে নববর্ষ মানেই যে বাঙ্গালিয়ানা তা নয়। বিভিন্ন স্থানে বিভিন্ন নামে এই দিনটিকে স্বাগত জানানো হয়।
Download




উত্তর, মধ্য ভারতে নতুন বছরকে বৈশাখী হিসেবে, অসমে রঙ্গালি বিহু, কেরালায় বিশু, ওড়িশায় বিশুব সংক্রান্তি, এছাড়াও তামিলনাড়ুতে তামিল পুঠান্ডু নামে এই দিনটিকে আহ্বান জানায়।

Download



তবে কথায় আছে ‘বাঙালীদের বারো মাসে তেরো পার্বণ’, সেই তেরো পার্বনের মধ্যে নববর্ষও একটি। বাঙালীরা যাকে ‘বৈশাখী’ নামে সাদর সম্ভাষণ করে থাকেন। 
Download


এই দিনটিকে ভিত্তি করে বাঙালীদের আচার-অনুষ্ঠান, সাজপোশাক, ভোজন, মনোরঞ্জন একটু অন্যমাত্রা ধারন করে।
Download


যুগ যুগ ধরে এই দিনটিকে বিষেশ ভাবে গুরুত্ব দিয়ে আসছে বাঙালীরা। বেশ কিছুদিন আগে থেকেই চলে শুভেচ্ছার আদান-প্রদান। 
Download



তবে ডিজিটাল যুগে ছোট-বড়ো, বন্ধু-বান্ধুব, আত্মীয়-পরিজন সকলের সাথে শুভেচ্ছা জ্ঞাপনের ঢল নামে সোশ্যাল মিডিয়ায় । 
Download


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages