Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 14, 2021

উত্তরে সাড়ম্বরে পালিত হচ্ছে বিষুয়া বা বিষুমা

উত্তরে সাড়ম্বরে পালিত হচ্ছে বিষুয়া বা বিষুমা 



মধুসূদন রায়, ময়নাগুড়িঃ চৈত্র মাসের শেষ দিনটি যেমন মাসের শেষ দিন ঠিক তেমনি বাংলা বছরেরও শেষ দিন । প্রত্যেক বৎসরের চৈত্র মাসের শেষ দিনে মহাবিষুব সংক্রান্তি পালন করে রাজবংশী সমাজের বহু মানুষ । 

এই মহাবিষুব সংক্রান্তি বিভিন্ন নামে পরিচিত।  কোথাও শিরুয়া পূজা , কোথাও মহাবিষুব সংক্রান্তি , কোথাও আবার বিষুয়া বা বিষুমা । 

তবে নামের রকমফের থাকলেও আসলে এটি একটি চৈত্র সংক্রান্তি । চৈত্র মাসের এই মহাবিষুব সংক্রান্তিতে সকাল থেকে শুরু হয় পুজোর প্রস্তুতি ।

জঙ্গল থেকে সংগ্রহ করে আনা হয় বিষ ঢেকিগাছ , রসুনের কান্ড , গাঁজার ডাল সহ বিভিন্ন বিষাক্ত পাতা । সেগুলি জলে চুবিয়ে ঘরের দরজার মাথায় টাংগিয়ে দেওয়া হয় । 

রাজবংশী মানুষের বিশ্বাস এতে বাড়ির সমস্ত দূষিত, বিষাক্ত বিষয়ের নাশ হয় । এরপর আটকালাই-বাটকালাই খাওয়া হয় । দুপুরে রান্না করা হয় চৌদ্দ শাক সব্জি , নিমপাতা ভাজা সহ টকডাল । এই গোটা প্রক্রিয়ার মাধ্যমে সারাদিন ধরে পালিত হয় বিষুয়া বা বিষুমা সংক্রান্তি ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages