Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 14, 2021

পয়লা বৈশাখে হচ্ছেনা ঐতিহ্যবাহী মোটা সন্ন্যাসী মেলা

পয়লা বৈশাখে হচ্ছেনা ঐতিহ্যবাহী মোটা সন্ন্যাসী মেলা



মধুসূদন রায়, ময়নাগুড়িঃ আগামী ১৭ এপ্রিল জলপাইগুড়ি জেলায় বিধানসভা নির্বাচন । সেই কথা মাথায় রেখে এবছর বন্ধ ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঐতিহ্যবাহী মোটা সন্ন্যাসী মেলা । প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে মহাবিষুব সংক্রান্তি উপলক্ষে মোটা সন্ন্যাসী ঠাকুরের পুজো হয় এবং পয়লা বৈশাখের দিন সকাল থেকে মেলা বসে মোটা সন্ন্যাসী মন্দির সংলগ্ন মাঠে । 


এই মেলা শুরু হয় দিনে , সন্ধ্যা নেমে আসতেই শেষ হয়ে যায় গোটা মেলা । মেলা ঘিরে লীলা প্রর্দশনী , ছোট্ট নাগরদোলা বসে মন্দির সংলগ্ন মেলার মাঠে । মেলার আগের দিনেই পসরা সাজিয়ে বসে দূরদূরান্ত থেকে আসা দোকানদারা । মেলার মূল আকর্ষণ রাজবংশী - কামতাপুরি ভাষায় যাত্রাপালা বা পালাগান । 


সকালে গান শুরু হ‌ওয়ার পর থেকেই মেলায় ঢল নেমে যায় মেলাপ্রেমি মানুষদের । ফলে পয়লা বৈশাখের মোটা সন্ন্যাসী মেলা পরিনত হয় মিলন মেলায় । এখানে ময়নাগুড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার , আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলার মানুষেরা আসেন । কয়েক হাজার মানুষের সমাগমে জমজমাট হয়ে ওঠে গোটা মেলা । সামনেই বিধানসভা নির্বাচন তাই এবছর শুধুমাত্র পুজো হবে বলে স্পষ্ট জানালেন মোটা সন্ন্যাসী পুজো কমিটির সদস্যরা ।


অপরদিকে আজ চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ মহাবিষুব সংক্রান্তি । ফলে এদিন বেলা বারোটা থেকে পুজো দিতে দূরদূরান্ত থেকে আসা ভক্তদের ঢল দেখতে পাওয়া যায় চোখে পড়ার মতো । ভক্তদের জন্য প্রত্যেক বছরের মতো এবারও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয় মন্দির কমিটির পক্ষ থেকে।


এবিষয়ে মন্দির কমিটির কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র বর্মন বলেন, "প্রত্যেক বছরের মতো এবারও আমরা মহাবিষুব সংক্রান্তি উপলক্ষে মোটা সন্ন্যাসী ঠাকুরের পুজোর আয়োজন করেছি । সামনেই বিধানসভা নির্বাচন তাই নির্বাচনের কথা মাথায় রেখে এবছর বন্ধ মোটা সন্ন্যাসী মেলা ।" মন্দির কমিটির সম্পাদক গজেন রায় বলেন, "গতবছর করোনার জেরে বন্ধ ছিল মেলা, এবছর করোনা এবং নির্বাচনের জন্য বন্ধ মোটা সন্ন্যাসী মেলা । ফলে আমরা খুবই দুঃখিত ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages