Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, April 10, 2021

প্রাক অনুমতি ছাড়াই উচ্চতর যোগ্যতায় পিজি স্কেলের রায় পেলেন নদীয়ার শিক্ষক



প্রাক অনুমতি ছাড়াই উচ্চতর যোগ্যতায় পিজি স্কেলের রায় পেলেন নদীয়ার শিক্ষক


অনার্স টিচারদের উচ্চতর স্কেল শিক্ষা দপ্তর না দেওয়ায় হাইকোর্টের দারস্থ হচ্ছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক হিসাবে স্কুলে যোগদানের পূর্বেই স্নাতকোত্তর বিষয়ে ভর্তি হয়ে থাকলে এবং তা শেষ করতে জেলা বিদ্যালয় পরিদর্শকের প্রাক অনুমতির প্রয়োজন নেই সেটাই আজ কলকাতা হাইকোর্ট রায় দিলো নদীয়ার শিক্ষক শিবু জোয়াড়দারের পক্ষে। 


চাকরি পাওয়ার পূর্বেই পিজি ডিগ্রিতে এডমিশন নিলেই শিক্ষকতার সাথে পিজি ডিগ্রি সমাপ্ত করলেই এই শিক্ষকের পিজি স্কেল বলবৎ করতে হবে। পরীক্ষার শেষ দিনের পর দিন থেকে এই স্কেল বকেয়া সহ কার্যকরী করবে ডিআই। ২০২০সালের ডিসেম্বর মাসে আইনজীবী সিদ্ধার্থ শংকর মন্ডলের কাছে কেস ফাইল করেন গণিতের শিক্ষক শিবু জোয়ারদার। আজ বিচারপতি শেখর ববি শরাফ পিটিশনারের পক্ষে রায় দেন। কোর্ট বলেছে, ডিআই থেকে প্রায়র পারমিশন নেওয়া না হলেও এই শিক্ষককে পিজি স্কেল থেকে বঞ্চিত করা যাবে না এবং উক্ত শিক্ষক মহাশয় কে মাস্টার ডিগ্রি পরীক্ষার পরের দিন থেকে পিজি স্কেল দিতে হবে। শিবু বাবু সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে মাস্টার ডিগ্রি পার্ট ওয়ান কমপ্লিট করেন এবং যোগদান করে মাস্টার ডিগ্রি সমাপ্ত করেন । সুতরাং, পরীক্ষার শেষ দিনের পরের দিন থেকে এই শিক্ষককে পিজি স্কেল দেওয়ার জন্য বিচারপতি ববি শরাফ রায় দেন। 


আইনজীবী এক্রামুল বারি ও সিদ্ধার্থ শংকর মন্ডল যৌথভাবে এই কেস লড়ে শিক্ষকদের পিজি স্কেল প্রাপ্তির আশা বৃদ্ধি করলেন। শিক্ষক সংগঠন " অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন " বারবার অনার্স টিচারদের পিজি স্কেল নিয়ে ডেপুটেশন দিলেও শিক্ষা দপ্তর জেনারেল অর্ডার প্রকাশ নিয়ে কোন পদক্ষেপ নেয়নি। এই রায় প্রসঙ্গে আইনজীবী সিদ্ধার্থ শংকর মন্ডল বলেন, " পঠনপাঠনের স্বার্থে যে কোন শিক্ষককে তার প্রাপ্য স্কেল থেকে বঞ্চিত করা যাবে না। উচ্চতর ডিগ্রী প্রাপ্ত সকল শিক্ষক-শিক্ষিকা সমপরীক্ষা দেওয়ায় সকলকে পিজি স্কেলের সুযোগ দিতে হবে । "

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages