দীর্ঘ প্রতিক্ষার অবসান : মতুয়া মহাসঙ্ঘের বারুণী উৎসবের সূচনা
ঠাকুরনগর, উত্তর ২৪পরগণা : অবশেষে এবছরের ঠাকুরনগরে মতুয়া ভক্তবৃন্দের মহামিলন উৎসব বারুণীমেলা যথাযথ নিয়ম মেনেই হচ্ছে। যদিও একটা সময় বিভিন্ন মহল থেকে গুজব ছড়িয়েছিল যে করোনা মহামারির কারণে এবছরও এই উৎসব স্থগিত থাকবে।
কিন্তু মতুয়া মহাসঙ্ঘের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংসদ শান্তনু ঠাকুর ঘোষণা করেন যে-‘কেউ কেউ মেলা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এবছরও মেলা হবে। কোনও খামতি থাকবেনা।প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরও মেলা হবে সেই বিষয়ে ভক্তদের উদ্দেশ্যে জানান যে- ‘এবার বাইরে থেকে ভক্তদের না আসতেই পরামর্শ দেওয়া হচ্ছে।মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশও দেওয়া হবে’।
মতুয়া মহাসঙ্ঘের সিদ্ধান্ত জানাজানি হতেই গতকাল রাত থেকে ভক্তবৃন্দের ঢল নেমেছে ঠাকুরনগরে। কাসর, ঘণ্টা, ডঙ্কা ও হরিবোল ধ্বনিতে ঠাকুরনগরে আনন্দের রোল বয়ে যাচ্ছে। তবে অন্যান্য বছরের চেয়ে এবছর মেলায় দূরদুরান্ত থেকে ভক্তবৃন্দের সমাগম একটু কম হবে বলেই উদ্যোক্তাদের অভিমিত।
No comments:
Post a Comment