মহাঅষ্টমী পুন্যলগ্নে অনুষ্ঠিত হলো মা ভাংগ্নীর পুজো
অর্নব অধিকারী, দিনহাটাঃ গতকাল মহাঅষ্টমীর দিন দিনহাটা ১নং ব্লক অন্তর্গত ভাংগ্নী গ্রামে অনুষ্ঠিত হলো মা ভাংগ্নীর পুজো। প্রাচীন কাল থেকে মহাঅষ্টমী পূণ্যলগ্নে এই পুজো অনুষ্ঠিত হয়।
মন্দিরের ঠিক উল্টো দিকে পুকুরে অনুষ্ঠিত হয় অষ্টমীর পূণ্যস্নান। মা ভাংগ্নী পুজো করেন পুরোহিত অনিল চক্রবর্তী। মন্দিরে কোরোনা বিধিনিষেধ মেনেই দর্শনার্থীদের মায়ের দর্শন করেছে এবারও।
স্থানীয় বাসিন্দারা জানান, "বহুবছর ধরে মা ভাংগ্নী পুজো উপলক্ষে মন্দিরের পাশের মাঠে মেলা বসে কিন্ত বিগত দু'বছর ধরে কোরোনা প্রকোপে মেলা বন্ধ আছে।"
মা ভাংগ্নী পুজো দিতে আশা এক দর্শনার্থী বলেন, "মহাঅষ্টমী পূণ্যলগ্নে সকাল বেলা মন্দিরের সামনে বলি দিয়ে মায়ের পুজো শুরু হয়।"
কথিত আছে মা ভাংগ্নী নামানুসারে ভাংগ্নী গ্রামের নামকরন হয়েছে।
No comments:
Post a Comment