দিনহাটা সংহতি ময়দানকে পরিচর্যা করে খেলার জন্য পুনরায় উপযুক্ত করে তোলার দাবী
দিনহাটাঃ
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা শহর ইউনিট এর পক্ষ থেকে দিনহাটা সংহতি ময়দানের গর্ত বুজিয়ে, আবর্জনা পরিষ্কার করে মাঠকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার আবেদন জানিয়ে স্বারকলিপি দেওয়া হল দিনহাটা ভূমি সংস্কার দপ্তর,দিনহাটা মহকুমা শাসক ও দিনহাটা পৌরসভায়।
উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কোচবিহার জেলা কমিটির সদস্য তথা দিনহাটা শহর ইউনিট সভাপতি অপরাজিতা রায়,দিনহাটা লোকাল কমিটির সদস্য টুটুল সরকার,শহর ইউনিট সদস্য অনিকেশ বর্মণ,পরীক্ষিত সাহা ও অন্যান্যরা।
অপরাজিতা রায় বলেন আমরা লক্ষ্য করছি দিনহাটা সংহতি ময়দানে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান বা রাজনৈতিক সমাবেশের পর মাঠে গর্ত ও আবর্জনার স্তুপ পড়ে থাকে। এরফলে মাঠ খেলার অনুপযোগী হয়ে থাকে,যা প্রাতঃভ্রমণকারী ও খেলোয়াড়দের পক্ষে বিপদজনক।তাই আমরা দাবী জানাচ্ছি মাঠের পরিচর্যা করে খেলার জন্য পুনরায় উপযুক্ত করে তোলা হোক দ্রুত তাই আজকের এই কর্মসূচি।
No comments:
Post a Comment