Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 21, 2021

করোনাকালে দিনহাটায় সদাজাগ্রত রেড ভলান্টিয়ার্স- প্রচার থেকে স্যানিটাইজ চলছে জোর কদমে

করোনাকালে দিনহাটায় সদাজাগ্রত রেড ভলান্টিয়ার্স- প্রচার থেকে স্যানিটাইজ চলছে জোর কদমে 


অর্ণব অধিকারীঃ 

ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে দিনহাটা শহরে এসএফআই ও ডিওয়াইএফআই পরিচালিত রেড ভলান্টিয়ার্স করোনা সচেতনতা প্রসারে আবারো রাস্তায়।


আজ দিনহাটা রেড ভলান্টিয়ার্সয়ের পক্ষ থেকে দিনহাটা প্রত্যুষা বাজার, দিনহাটা কাচারি, দিনহাটা মহকুমা হাসপাতাল ও সংলগ্ন এলাকায় স্যনিটাইজ করে, সাথে সাধারণ মানুষদের সচেতনতা বাড়াতে মাইক সহযোগে প্রচার করা হয় ও মাস্ক বিতরণ করে।



এদিন এই কর্মসূচি চলাকালীন রেড ভলান্টিয়ার্স পক্ষে শুভ্রালোক দাস জানায় যে গতবছরও আমরাই প্রথম করোনাকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছিলাম। এবারও তাই যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে আমাদের রাজ্যে তাই আমরা মানুষকে সচেতন ও সতর্ক করার জন্যে পথে নেমেছি। গত পরশু আমরা সচেতনতা প্রচার করেছিলাম দিনহাটা শহর জুড়ে আজ দিনহাটা শহরের কিছু গুরুত্বপূর্ণ স্থানে স্যনিটাইজ করলাম।আগামী দিনেও আমাদের এই কর্মসূচি চলবে। সাধারণ মানুষের যে কোন রকম অসুবিধায় রেড ভলান্টিয়ার্স তাদের পাশে রয়েছে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস, সৌরভ সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages