নির্বাচনী প্রচারের জন্য এখন কিছুটা হলেও লাভের মুখ দেখছেন ঢাকীরা
বিভিন্ন রাজনৈতিক দলের বাজনা বাজিয়ে রোজ কিছুটা হলেও ঘরে টাকা নেওয়ার সুযোগ হচ্ছে বলে ঢাকীরা বলেন।
লক ডাউনের পর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হলেও তেমন ভাবে ঢাকীরা ডাক পেত না। কিন্তু এখন নির্বাচনের ঘন্টা বেজে যাওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের মিছিলটিকে জাকজমক করার জন্য ঢাকীদের স্মরনাপন্ন হচ্ছে।
রোজ চার পাচশো টাকা কিছু টা সময় ঢাক বাজিয়ে তাদের রোজগার হচ্ছে।মূলত তারা ফাইভারের ঢাক বাজিয়ে বিভিন্ন জায়গায় ভোটের প্রচার করছে।এতে লাভের মুখ অনেক টাই দেখছে বলে শহরের এক ঢাকী জানিয়েছেন ।
No comments:
Post a Comment