ভোটের মুখে নাকা চেকিংয়ে ধরা পরলো প্রায় ৩১ কেজি গাজা
ভোটের মুখে নাকা চেকিংয়ে ধরা পরলো প্রায় ৩১ কেজি গাজা। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ দিনহাটা সাহেবগঞ্জ রোডে পাচারের আগেই নাকা চেকিংয়ে ধরা পরল সেই গাঁজা।
ঘাটপার এর কাশিমবাজার এলাকায় নাকা চেকিংয়ে গাড়িটি আটক করে তল্লাশি চালায় পুলিশ এবং কর্তব্যরত প্রশাসনিক কর্মকর্তারা।
তল্লাশি চালিয়ে 30 কেজি 960 দাম গাঁজা উদ্ধার হয়। গাড়ির দুটি নাম্বার প্লেট পাওয়া গেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম মিলন সেখ, বাড়ি খিতাবের কুঠি এলাকায়, অপর ব্যক্তির নাম হাফিজুর শেখ বাড়ি নাগরেরবাড়ি এলাকায়।
দুজনকে গতকাল মহুকুমা আদালতে তোলা হয়।
No comments:
Post a Comment