SBI গ্রাহকদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি- জেনে নিন এখুনি না হলে পরতে পারেন সমস্যায়
আপনি কি SBI এর গ্রাহক? গ্রাহক হয়ে থাকলে ৪ এপ্রিল ৩ টা ২৫ মিনিট (a.m.) থেকে ৫ টা ২৫ (a.m.) মিনিট পর্যন্ত ভুলেই ব্যবহার করবেন না INB/YNO/UPI অ্যাপ।
SBI থেকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৪ এপ্রিল ৩ টা ২৫ মিনিট (a.m.) থেকে ৫ টা ২৫ (a.m.) পর্যন্ত INB/YNO/UPI অ্যাপ এর মেইন্টেন্স চলবে। এই নির্ধারিত সময়ে কোন রকম কাজ করবে না এই সমস্ত পরিষেবা।
We request our esteemed customers to bear with us as we strive to provide a better banking experience.
— State Bank of India (@TheOfficialSBI) April 3, 2021
#SBI #StateBankOfIndia #ImportantNotice #InternetBanking #OnlineSBI pic.twitter.com/TE6m0XQ89I
No comments:
Post a Comment