অসহায় ও ভবঘুরে মানুষদের রাতের আহার ও মাস্ক বিতরণ
রাতের আহার ও মাস্ক বিতরণ করে অসহায় ও ভবঘুরে মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন নয়ারহাট থানার S.I. আনন্দ সাহা মহাশয়।
29/04/21 তারিখ রাতে নয়ারহাট থানার S.I. আনন্দ সাহা এগিয়ে আসেন, দিনহাটার সমস্ত অসহায় ও ভবঘুরে মানুষদের মাঝে রাতের আহার হিসেবে মাংস-ভাত বিতরণ করে এবং এই করোনা মহামারীর হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য,তাদের হাতে মাস্ক তুলে দিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। আজকের এই কর্মসূচিতে দিনহাটার দুই বিশিষ্ট সমাজ সেবক রোহিত ইসলাম এবং দীপক বর্মন - এর সাথে আনন্দ সাহা স্বয়ং উপস্থিত থেকে কর্মসূচিটি সুসম্পন্ন করেন।
দিনহাটার দুই বিশিষ্ট সমাজ সেবক রোহিত ইসলাম এবং দীপক বর্মন জানান যে আজকের এই কর্মসূচিতে আনন্দ সাহাকে তাদের মাঝে পেয়ে তারা সত্যিই খুব গর্বিত এবং আপ্লুত। পাশাপাশি আনন্দ সাহার এত সুন্দর একটি উদ্যোগ ও মানসিকতাকে তারা কুর্নিশ জানান।
No comments:
Post a Comment