Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 25, 2021

করোনা আবহে রক্তসংকট মেটাতে ব্লাডমেটসের রক্তদান শিবির

করোনা আবহে রক্তসংকট মেটাতে ব্লাডমেটসের রক্তদান শিবির



মৃগাঙ্ক সরকার, কোচবিহারঃ 

গরমের সময়ে প্রতিবছরই দেশজুড়ে রক্তের বিপুল চাহিদা থাকে। এবছর তার ওপরে বিষফোঁড়ার মত যোগ হয়েছে করোনা ও ভোট, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় রক্তসংকট চরমে, জেলা ব্লাডব্যাঙ্ক গুলো রক্তশূণ্য। এমনকি বি পজেটিভ, ও পজেটিভ এর মত সাধারণ গ্রুপের রক্তের জন্যও তীব্র হাহাকার দেখা যাচ্ছে। এরকম অবস্থায় রক্তসংকট কাটাতে এগিয়ে এলো ব্লাডমেটসের কোচবিহার টিম। 

আজ ২৫শে এপ্রিল ২০২১, রবিবার, ব্লাডমেটসের উদ্যোগে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হসপিটালের ব্লাডব্যাঙ্কে অনুষ্ঠিত হল একটি ইনহাউস স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে আজ স্বেচ্ছায় রক্তদান করলেন মোট 29জন রক্তদাতা। সাতজন রক্তদাতা বিভিন্ন কারণে রক্ত দিতে পারেননি। 

ব্লাডমেটসের পক্ষ থেকে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কিঞ্জল দত্ত জানিয়েছেন, 'আমরা প্রতিদিনই রোগিদের প্রয়োজনে রক্তসরবরাহ করতে গিয়ে দেখতে পাচ্ছি ব্লাডব্যাঙ্ক রক্তশূণ্য, রক্তের যোগান নেই, তাই আমরা আজ এই উদ্যোগ নিয়েছি, সবাই যদি নিজের নিজের মত করে এগিয়ে আসে তবেই এই রক্তসংকট মেটানো সম্ভবপর হবে'। 



সংস্থার পক্ষ থেকে সৌরভ বণিক বলেন, '১মে থেকে ভ্যাকসিনেশন শুরু হচ্ছে, ভ্যাকসিন নেবে মূলত ১৮ থেকে ৪৫ বছরের মধ্যের ব্যক্তিরা, এবং ভ্যাকসিন নেওয়ার পর গাইড লাইন অনুযায়ী ২৮দিন রক্ত দেওয়া যাবে না, এরফলে বোঝা যাচ্ছে আগামী ১মাসে রক্তের সংকট চরমে উঠবে, তাই সবাইকে অনুরোধ করব ভ্যাকসিন নেওয়ার পূর্বে নিজ নিজ নিকটস্থ ব্লাডব্যাঙ্কে গিয়ে রক্তদান করুন, প্রয়োজনে ব্লাডমেটসের সাথে যোগাযোগ করুন, সারা রাজ্যজুড়ে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের সাহায্য করবে।' 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages