Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 26, 2021

মোহনের পচা গলা দেহের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে স্মারকলিপি প্রদান

মোহনের পচা গলা দেহের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে স্মারকলিপি প্রদান 



গত ২৩ এপ্রিল কোচবিহার কাছারি মোড়ের কাছে  সাগরদীঘির ঘাটে একটি কচ্ছপের মৃত পচাগলা দেহ  পরিত্যাক্ত একটি প্যান্টে আটক অবস্থায় পাওয়া যায়। যা ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্ধার করে ওয়াইল্ড লাইফ বিভাগের কাছে  পাঠিয়ে দেয়।  

সাগর দিঘিতে উদ্ধারকৃত মোহনের পচা গলা দেহের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে আজ কোচবিহার অনাসৃষ্টি সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় কুচবিহার সদর মহকুমা শাসককে। 

সংগঠনের সভাপতি রূমা সাহা দে জানিয়েছেন-  "সাগরদিঘীতে  শিডিউল ১ - এই প্রাণীর অবস্থান মাথায় রেখে তার উপযুক্ত সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে স্মারকলিপিতে। এরকম ঘটনা যেনো আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবীও জানানো হয়েছে।" 



তিনি আরও বলেন, " স্মারকলিপির প্রতিলিপি পশ্চিমবঙ্গ জীব-বৈচিত্র্যের  সদস্য সচিব, কোচবিহার জেলা জীববৈচিত্র্য পর্ষদের নোডাল অফিসার, ডি এফ ও- ওয়াইল্ডলাইফ কোচবিহার এবং জেলা মৎস্য দপ্তরের কাছেও সংস্থার তরফ থেকে  জমা দেওয়া হয়েছে।" 


কোচবিহার অনাসৃষ্টির সম্পাদক শ্রী সুমন্ত সাহা বলেন, "আমরা এই অপমৃত্যুর পূর্ণাঙ্গ প্রশাসনিক তদন্ত দাবি করছি। সেইসাথে সাগর দিঘিতে এই প্রাণীর অবস্থান মাথায় রেখে তার উপযুক্ত সংস্কার এবং উপযুক্ত  রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করবার আবেদন রাখছি।"




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages