Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 19, 2021

জলপাইগুড়ি তরাই ডুয়ার্স আর্টিস্ট ফোরামের চিত্র প্রদর্শনী




জলপাইগুড়ি তরাই ডুয়ার্স আর্টিস্ট ফোরামের চিত্র প্রদর্শনী



বিশ্ব কলা দিবস, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষ্যে দুদিনের চিত্র প্রদর্শনী আয়োজিত হল জলপাইগুড়ি শহরে। ১৪ ও ১৫ এপ্রিল বুধ ও বৃহস্পতিবার চিত্র প্রদর্শনীতে ভীড় জমান উৎসাহীরা। তরাই ডুয়ার্স আর্টিস্ট ফোরামের উদ্যোগে সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে ২০ জন শিল্পীর ছবি জনসমক্ষে রাখা হয়। মোট ৪০টি ছবি প্রদর্শনীতে রাখা হয়েছিল। দুদিনের এই প্রদর্শনীতে জনসমাগম দেখে স্বভাবতই খুশি সকল শিল্প অনুরাগী ।





করোনাকালে গতবছর ২৫শে ডিসেম্বর উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার চিত্রশিল্পীদের নিয়ে গঠিত হয়েছিল তরাই ডুয়ার্স আর্টিস্ট ফোরাম। জনা পঞ্চাশেক শিল্পী বর্তমানে এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। সংগঠনের তরফে এটি প্রথম প্রদর্শনী। হাজির ছিলেন সংগঠনের সভাপতি তথা বিশিষ্ট চিত্রশিল্পী নীহার মজুমদার মহাশয়। 




নীহারবাবু বলেন, ''উত্তরের চিত্রশিল্পীদের এক ছাতার তলায় এনে সাংস্কৃতিক পরিমন্ডল বজায় রাখার চেষ্টা করছি।প্রবীণদের পাশাপাশি নবীন শিল্পীরাও উৎসাহিত হচ্ছেন। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষ গুণীর কদর করতে জানেন,দুদিনের ভীড় সেকথাই বলে দেয়। চিত্রশিল্পীদের কিছু সমস্যা রয়েছে।সংগঠনের মাধ্যমে নিরসনের চেষ্টা চলছে।করোনা অতিমারীর কারণে অনেক শিল্পীই আর্থিক সংকটে পড়েছেন" তবে সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রের ভাড়া ও পরিকাঠামো নিয়ে সোচ্চার হয়েছেন ফোরামের সভাপতি। তিনি বলেন, "স্থানীয়দের জন্য ছাড়ের ব্যবস্থা করা উচিত। জলপাইগুড়ির সাংস্কৃতিক গোষ্ঠীগুলোর আর্থিক সামর্থ্য বেশি নয়।সেক্ষেত্রে প্রতিদিন দু হাজার টাকা ভাড়া বাবদ খরচ করা কষ্টকর।" কলাকেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের দাবিও জানান নীহারবাবু।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages