২৫তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির
নিখিলবঙ্গ প্রথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলা ২৫ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল কোচবিহার জেলার সীমান্তবর্তী শহর দিনহাটার মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি গাঠাগারে। প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন এদিনের এই সভায়।
সভার সভাপতিত্ব করেন প্রলয় গুপ্ত, সুনিল কুন্ডু, বেলা দত্ত। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির এই সভায় শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। এদিনের সভায় পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি প্রলয় গুপ্ত। শহীদবেদীতে মাল্য দানের মধ্য দিয়ে সম্মেলন কাজ শুরু হয়। সম্পাদকিয় প্রতিবেদন পাঠ করেন জেলা সম্পাদক দিপক সরকার।
জানা গেছে, অবিলম্বে বিদ্যালয় গুলিতে শুন্য পদের নিয়োগ করা ও বিভিন্ন দাবিদাবা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সংগঠনের জেলা নেতৃত্ব বিধান দেবনাথ। ৭ টি জোনের প্রতিনিধিরা সম্পাদকের প্রতিবেদনের উপর আলোচনা করেন।
No comments:
Post a Comment