Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 6, 2021

নীরজা বিড়লা আর সৌরভ গাঙ্গুলি যুগ্মভাবে কলকাতায় উদ্বোধন করলেন এমপাওয়ার, দ্য মেন্টাল হেলথ সেন্টার

নীরজা বিড়লা আর সৌরভ গাঙ্গুলি যুগ্মভাবে কলকাতায় উদ্বোধন করলেন এমপাওয়ার, দ্য মেন্টাল হেলথ সেন্টার





কলকাতা, ৬ই এপ্রিল ২০২১: উন্নত মানের মানসিক স্বাস্থ্য পরিষেবা সারা দেশের মানুষের জন্য আরো সুলভ করে তুলতে শ্রীমতী নীরজা বিড়লা, ফাউন্ডার ও চেয়ারপার্সন, এমপাওয়ার, আজ কলকাতায় এক নতুন মেন্টাল হেলথ সেন্টার উদ্বোধন করলেন। শরৎ বোস রোডে অবস্থিত এই সর্বাধুনিক কেন্দ্র কেবল এই শহরের প্রায় ১.৫ কোটি মানুষেরই সেবা করবে না, ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষেরও সেবা করবে। এই কেন্দ্রের অধিকর্তা ডাঃ প্রীতি পারখ (এম ডি সাইকায়াট্রি), যিনি এক দশকেরও বেশি সময় মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। তাঁকে যোগ্য সঙ্গত করছে মানসিক স্বাস্থ্যে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ পেশাদারদের একটি দল। এই দলে আছেন মনোরোগ বিশেষজ্ঞ, মনস্তত্ত্ববিদ, স্পেশাল এডুকেটর, অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ থেরাপিস্টরা। এমপাওয়ার – দ্য সেন্টার, কলকাতার ক্লিনিকাল পরিষেবা অনলাইন এবং অফলাইন, দুরকমভাবেই পাওয়া যাবে। মানসিক স্বাস্থ্যের উন্নতিকল্পে নিজের সমর্থন জানাতে এসেছিলেন ক্রিকেট কিংবদন্তি এবং বি সি সি আই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি শ্রীমতী নীরজা বিড়লার সাথে যুগ্মভাবে কেন্দ্রের উদ্বোধন করেন। ২০১৬-তে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি এমপাওয়ারের সপ্তম বিশ্ব মানের সেন্টার অফ এক্সেলেন্স। এর আগে তৈরি হওয়া মুম্বাই ও বেঙ্গালুরুর এমপাওয়ার সেন্টারগুলো, এমপাওয়ার ফাউন্ডেশন মুম্বাই এবং বি আই টি এস পিলানির এমপাওয়ার সেল, বি আই টি এস গোয়া এবং বিড়লা কলেজ, কল্যাণ --- সবকটিই মানসিক স্বাস্থ্যের সমস্যা দূরীকরণের প্রতি নিবেদিত।




ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে শ্রীমতী নীরজা বিড়লা, ফাউন্ডার অ্যান্ড চেয়ারপার্সন, এমপাওয়ার বলেন, “শুরুতেই আমি বলতে চাই যে শ্রী সৌরভ গাঙ্গুলির কাছে আমি সত্যিই কৃতজ্ঞ মানসিক স্বাস্থ্যের মত একটা ইস্যুকে সমর্থন করে নাগরিকদের মধ্যে সঠিক সচেতনতা তৈরি করার জন্য। গত বছরটা সবার পক্ষেই অস্বাভাবিক কঠিন ছিল। তার ফলে আমাদের মানসিক স্বাস্থ্য কত ভঙ্গুর সেই ব্যাপারটার উপর আলো পড়েছে। উপরন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজের গভীরে প্রোথিত কলঙ্কের ধারণার কারণে মানুষ অনেক সময়ই প্রয়োজনীয় সাহায্য চেয়ে উঠতে পারেন না। সুতরাং এই সম্পর্কে জোরালো সচেতনতা গড়ে তোলার প্রয়োজন আছে, যাতে আমরা সমাজ হিসাবে এক উন্নততর আগামীকাল আনতে পারি। কলকাতায় এমপাওয়ার সেন্টার লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা মানসিক চিকিৎসার সুযোগকে সুলভ করার এবং সকলকে সামগ্রিক আশ্রমিক সমাধান জোগানোর আশ্রমিক উদ্যমকে এগিয়ে নিলাম। আমরা আন্তরিকভাবে পরিবার, যুবসমাজ এবং কর্মরত পেশাদারদের কাছে আবেদন করছি দ্য কলকাতা সেন্টারে আমাদের অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞদের সাহায্য নিতে।”



লঞ্চে উপস্থিত শ্রী সৌরভ গাঙ্গুলি, প্রেসিডেন্ট বি সি সি আই বলেন “তিন দশকের বেশি ক্রিকেটের মত একটা প্রচণ্ড প্রতিযোগিতামূলক খেলা খেলেছি আর দেখেছি বলে আমি বুঝি টিকে থাকা এবং সফল হওয়ার জন্য মানসিক নমনীয়তা এবং তৈরি করা এবং বজায় রাখা কতটা জরুরি। আমরা অন্য যে যে ক্ষেত্রে কাজ করি, সেখানেও এটা প্রযোজ্য। আজ সমাজ হিসাবে আমরা সবচেয়ে বড় যে ইস্যুগুলোর মুখোমুখি, মানসিক স্বাস্থ্য তার মধ্যে একটা। অতিমারীর কারণে উদ্বেগের মাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে। আমার নিজের শহর কলকাতায় এমপাওয়ার সেন্টারের লঞ্চ ভারতে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা সম্বন্ধে সচেতনতা তৈরি করার পথে এক সঠিক পদক্ষেপ। আমি শ্রীমতী বিড়লার সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। এতে বাস্তব পরিস্থিতি বুঝলাম এবং নাগরিক হিসাবে মানসিক স্বাস্থ্যের সঙ্গে যে কলঙ্ক জড়িয়ে আছে তার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে পারি এবং সময় মত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাহায্য চাইতে পারি, তা বুঝলাম।”















অতিমারী শুরু হওয়ার পর থেকেই এমপাওয়ার মানসিক স্বাস্থ্যের সাথে জড়িয়ে থাকা কলঙ্ক দূর করতে নিজেদের প্রয়াসগুলো আরো বাড়িয়ে তুলেছে। যেমন এমপাওয়ার ওয়ান অন ওয়ান টোল ফ্রি মানসিক স্বাস্থ্য হেল্পলাইন (২৪x৭), টিয়ার টু শহরগুলোর জন্য এমপাওয়ার ই-ক্লিনিক, ‘মাইন্ডস ম্যাটার’ – স্কুলের জন্য মানসিক স্বাস্থ্য শিক্ষা পাঠ্যক্রম এবং মুম্বাই পুলিস ও স্বাস্থ্যকর্মীদের মত সামনের সারির নায়ক ও তাদের পরিবারের জন্য মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং এবং স্ট্রাকচার্ড থেরাপি। এই সময়কালে এমপাওয়ার টেলিকনসাল্টেশন পরিষেবা ব্যবহার করে অবিচ্ছিন্ন ক্লিনিকাল সাহায্য দিতে দায়বদ্ধ ছিল। এ বছর কিছুদিন আগে এমপাওয়ার বি কে বিড়লা কলেজ, কল্যাণে তার নতুনতম সেল খুলেছে। এর সাথে কলকাতা চালু করে এমপাওয়ার নিজের ক্লিনিকাল আওতার মধ্যে পুনে আর হায়দরাবাদকেও নিয়ে আসতে চেষ্টা করছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages