ফের সাতসকালে কাঁপলো শিলিগুড়ি
প্রতীকী ছবি source: ie |
গতকাল ফের একবার দীর্ঘ সময়ের ব্যবধানে কেঁপে উঠলো গ্যাংটক । তীব্র ভূকম্পন অনুভূত হয় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়।
রাত্রি ৮ টা ৫০ মিনিট নাগাদ এই ভূকম্পণ অনুভূত হয়। জানা গিয়েছে গ্যাংটকের দক্ষিণ পূর্বে ২৬ কিমি দূরে পূর্ব সিকিম এই কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৫.১।
গতকালকের পর আজ আবার সাতসকালে ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি। আজ সকাল ৭টা ৭ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল শিলিগুড়ি থেকে ৬৪ কিমি দূরে ভূপৃষ্ট থেকে ১০ কিমি গভীরতায়। কম্পনের উপকেন্দ্র ছিল জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়িতে। এই কম্পন সোমবার রাতের কম্পনের আফটার শক বলে মনে করা হচ্ছে।
No comments:
Post a Comment