Quarantine Leave থেকে বাদ-ক্ষোভ শিক্ষক মহলে , শিক্ষকদের জন্য নির্দেশিকার দাবী
সরকারি কর্মচারীদের জন্য নোটিফিকেশন প্রকাশিত হলেও করোনা সংক্রমণে কোয়ারান্টাইন লিভের এই সুযোগ পেলেও রাজ্যের গভঃ স্পনসর্ড ও গভঃ এডেড স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা বাদ হওয়ায় রাজ্যে ক্ষোভের প্রকাশ পেয়েছে শিক্ষক মহলে। তারা আশা করেছিল সরকার পোষিত (Govt sponsored) বিদ্যালয়গুলিতেও Quarantine Leave এর নিয়ম অবিলম্বে চালু হবে। কিন্তু রাজ্য সরকার আজও কোন পদক্ষেপ গ্ৰহণ করেনি।
মিড ডে মিল বিতরণ, কন্যাশ্রী,সবুজসাথী,ট্যাব, স্কলারশিপ, শিক্ষাশ্রী , বিভিন্ন অনলাইন কাজকর্ম সহ স্কুলের পঠনপাঠনে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা ধারাবাহিক ভাবে স্কুলে যাতায়াত করলেও তাদের জন্য এই ছুটির সুযোগ দেওয়া হয়নি।
শিক্ষক সংগঠন " অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন" এর পক্ষ থেকে গত জুন মাস থেকে কোভিড- 19 এর জন্য কোয়ারেনটাইন লিভের অন্তর্ভুক্ত করার দাবী জানিয়ে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেওয়া হচ্ছে। পরবর্তীতে বিভিন্ন সময়ে শিক্ষা দপ্তরে ও মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট এবিষয়ে দাবীপত্র পেশ করা হয়েছে । সরকারী কর্মচারী না হওয়ায় প্রকাশিত নোটিশ অনুসারে, সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় ও মাদ্রাসাগুলির জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। তবে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এই সুবিধা পাবেন। তাহলে কি বাকী সাধারণ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা করোনা রোগাক্রান্ত হবে না। এই প্রশ্ন উঠছে সাধারণ শিক্ষক মহলে।
কেন বাদ দেওয়া হলো এই বিপুল শিক্ষকগণকে। পৃথকভাবে ম্যাচিং অর্ডার বেরোবে, তবে দপ্তরের দীর্ঘসূত্রীতায় সেটা বেরোতে কত দেরি হবে তা নিয়ে দুশ্চিন্তা আছে। সংগঠনের পক্ষ থেকে পুনরায় আজ প্রিন্সিপাল সেক্রেটারি, কমিশনার ও ডিএমই কে ম্যাচিং অর্ডার বের করার জন্য আবেদন জানানো হয় যাতে কোভিড-১৯ কে কোয়ারান্টাইন লিভের ম্যাচিং অর্ডার বের করা হয় অবিলম্বে। সম্প্রতি বীরভূম জেলার আমাইপুর মিলনি হাই মাদ্রাসার দুইজন শিক্ষক করোনা আক্রান্ত হলেও কোন নির্দেশিকা না থাকায় মাদ্রাসায় বাকি শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংক্রমণের আশঙ্কা নিয়ে প্রতিদিন আসতে হচ্ছে ও আক্রান্তদের কোন কোয়ারাইন্টাইন লিভের সুযোগ দেওয়া হচ্ছে না।
এপ্রসঙ্গে সংগঠনের সভাপতি রথীন সাঁই বলেন, " "সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত কোয়ারাইন্টাইন লিভ করোনা পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ সঠিক ও যথাযথ সিদ্ধান্ত। করোনা আক্রান্ত সকল গভঃ স্পনসর্ড ও গভঃ এডেড স্কুল ও মাদাসার সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কোয়ারাইন্টাইন লিভের জন্য অবিলম্বে নির্দেশিকা প্রকাশ হোক।" সংগঠনের সম্পাদক চন্দন গরাই বলেন, " শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই লিভ চালু না করে রাজ্য সরকার শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতি অন্যায় করছে। বহু সংখ্যায় করোনা আক্রান্ত হয়ে কিছু দিন পরেই স্কুলে যোগদান করায় শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এরপর চালু না করলে আইনের সহায়তা নেওয়া হবে। "
No comments:
Post a Comment