Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 5, 2021

মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে পর্ষদের গুরুত্বপূর্ণ ঘোষণা

মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে পর্ষদের গুরুত্বপূর্ণ ঘোষণা



কোভিডের জন্য স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ক্লাস চলছে অনলাইনে। ফলে পরীক্ষা কবে হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন রাজ্যের পড়ুয়ারা। তবে  পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রুটিন নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে। 

কিন্তু পর্ষদের রুটিন প্রকাশ করবার পূর্বেই কিছু  electronic media, print media এবং social media তে ভূল রুটিন ঘুরতে দেখা যায়। এই নিয়েই আজ সতর্ক করলো পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে জানানো হয় ২৬ ডিসেম্বর ২০২০ তারিখে EM/C/35 memo no এ যে রুটিন প্রকাশ করা হয়েছিলো সেটিই অপরিবর্তিত থাকবে। যদি electronic media, print media এবং social media তে অন্য কোন নির্ঘন্ট কেউ দেখে থাকে তবে তার জন্য পর্ষদ কোন ভাবে দায়ী থাকবে না। 

দেখেনিন এই সংক্রান্ত পর্ষদের বিজ্ঞপ্তিটি- Click  

 
পর্ষদ মাধ্যমিক পরীক্ষার যে রুটিন নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে, দেখে নিন সেই রুটিন-  


১ জুন, মঙ্গলবার প্রথম ভাষা 
২ জুন, বুধবার দ্বিতীয় ভাষা 

৩ জুন, শুক্রবার- ভূগোল  
৫ জুন, শনিবার- ইতিহাস 

৭ জুন, সােমবার- অঙ্ক 
৮ জুন, মঙ্গলবার- জীবন বিজ্ঞান 

৯ জুন, বুধবার-ভৌত বিজ্ঞান 
১০ জুন, বৃহস্পতিবার- ঐচ্ছিক বিষয়গুলি


Download Pdf 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages