করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচাতে পথে নামলো মাটিগাড়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন
সুজাতা ঘোষ, বাগডোগরা:
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে। এমন পরিস্থিতিতে আবারও সাধারণ মানুষকে সচেতন করতে আজ মাটিগাড়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিলিগুড়ি শহরের অন্তর্গত মাটিগাড়া বাজার ও তার সংলগ্ন অঞ্চলে প্রচার ও বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক ডা: মলয় বাগচী, সংস্থার সভাপতি শ্রী শুভাশিষ মণ্ডল, কার্যকারী সভাপতি শ্রী প্রদীপ দেব সহ অন্যান্য সদস্যবৃন্দ ।
ডা: মলয় বাগচী জানান- " গত বছরও আমরা এভাবেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলাম। এবছর আবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় আবার সচেতন করতে বেড়িয়েছি। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব।'
No comments:
Post a Comment