জাতীয় সন্ত্রাসবাদ-বিরোধী দিবসে শিল্পী সৌমিতা সাহার অভিনব বার্তা
প্রতি বছরের মত এই বছর ও ভারতে ২১ মে দিনটি সন্ত্রাসবাদ-বিরোধী দিবস (Anti Terrorism Day) হিসাবে পালিত হচ্ছে দেশজুড়ে। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের দুর্দশার প্রসংগে আলোকপাত করে দেশের মানুষকে, বিশেষ করে যুবসমাজকে সন্ত্রাসবাদ ও হিংসার পথ থেকে সরিয়ে আনা।
এই পথ জাতীয় স্বার্থের পক্ষে ক্ষতিকারক, সেই কথা দেশের যুবসমাজকে বোঝানোই হল এই দিবস পালনের উদ্দেশ্য। দেশের সর্বত্র জনসমাগম এড়াতে এই দিনটি অনাড়ম্বর রূপে পালিত হচ্ছে। কোথাও আবার পালিত হচ্ছে ভিরচুয়ালি।
বিখ্যাত গায়িকা ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত চিত্রকর সৌমিতা সাহা ( Soumita Saha) দিনটি পালন করলেন চারুকলার মাধ্যমে, একটি অনবদ্য চিত্র তিনি উৎসর্গ করলেন জাতীয় সন্ত্রাসবাদ-বিরোধী দিবস উপলক্ষে। তার সাথে ছিল অনুরাগীদের জন্য বার্তা ও সন্ত্রাসের পথে যাওয়া থেকে যুব সমাজকে রক্ষা করার শপথ। শিল্পী আরও জানান " সমগ্ৰ বিশ্ব জুড়ে যে হিংসার পরিবেশ সেখানে আমাদের সন্ত্রাসবাদ-বিরোধীতাকে উদযাপন করা। যুব সমাজকে সন্ত্রাসবাদ ও হিংসার পথ থেকে সরিয়ে আনা আমাদের কর্তব্য।"
সৌমিতা আন্তর্জাতিক স্তরে সঙ্গীত জগতে নিজের জায়গা করে নেন ২০১৭ সালে তার ইডিএভ ডেবিউ এর মাধ্যমে। তারপর টলি পাড়ায় প্লেব্যাক , ছোট পর্দায় প্লেব্যাক ও করেছেন। রবি ঠাকুরের গানেও তিনি বিশেষ পরিচিতি লাভ করেন।
সঙ্গীতজ্ঞ স্বপন সাহার একমাত্র কন্যা সৌমিতা চিত্রকর হিসেবেও লাভ করেছেন বেশ কিছু আন্তর্জাতিক সম্মান। কোভিড পরিস্থিতিতে সমস্ত কলাকুশলীদের মত সৌমিতা যোগদান করেছেন "ফাইন্ড আ বেড" নামক বিশ্বব্যাপি জনকল্যাণ মূলক উদ্যোগে। এই জনকল্যাণ মূলক উদ্যোগে সৌমিতা একজন " কজ্ অ্যাম্বাসেডর "।
No comments:
Post a Comment