আপনিও অংশনিন ধাঁধার খেলায়, আর পুরষ্কার জিতে নিন
সংবাদ একলব্যের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আপামর পাঠক- পাঠিকা, দর্শক ও শুভানুধ্যায়ীদের জন্য 'সংবাদ একলব্যের পক্ষ থেকে একটি ধাঁধা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ; আসুন আপনিও অংশনিন ধাঁধার খেলায়, আর পুরষ্কার জিতে নিন।
নিয়মাবলি
১. প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে।
২. একই নম্বর একাধিক প্রতিযোগী পেলে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষিত হবে।
৩. অবশ্যই নাম, ফোন নং ও ঠিকানা লিখবেন।
৪. বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত
৫. ২৬ মে রাত ১০ টা পর্যন্ত উত্তর দেওয়া যাবে, তারপর কোন উত্তর গ্রহণ করা হবে না।
৬. ২৮ মে সঠিক উত্তর সহ বিজেতাদের নামের তালিকা প্রকাশ করা হবে। ফলাফল দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন-
বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
আপনিও খেলুন ধাঁধার খেলা আর জিতুন পুরষ্কার
No comments:
Post a Comment