Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 23, 2021

ষোলোআনার পেট ভর্তি আহার কৃষ্ণনগরে

ষোলোআনার  পেট ভর্তি আহার কৃষ্ণনগরে



অনেকদিনধরেই কৃষ্ণনগর মেরিনার্স ফ্যান ক্লাব ও ভ্রমর এই দুই স্বেচ্ছাসেবী সংস্থা তাদের নিজেদের উদ্যোগে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।



মুমুর্ষ রোগীরা করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি, চিকিৎসাধীন আরো অসংখ্য মানুষ, পরিযায়ী পরিবার দূরান্ত থেকে lock down কে বাধ্য হচ্ছে উপেক্ষা করতে, lock down সর্বত্র খাবার নেই কোথাও, অসংখ্য অসহায় পরিবারের কথা ভেবেই  " কৃষ্ণনগর মেরিনার্স " এর এই প্রয়াস ও উদ্যোগ, উদ্যোগে হাত বাড়িয়ে দিলো "ভ্রমর"। 

কর্মসূচীর নাম ১৬ আনার আহার , কেউ অভুক্ত থাকবে না, মেরিনারসরা মনে করে তারাও কোনো উপকার করছেন না ১৬ আনা দিয়েই রোগীর পরিজনেরা সেই খাবার সংগ্রহ করছেন। 


১২০ জন প্রথম দিনে খাবার সংগ্রহ করলেন। ৩০ তারিখ অবধি lock down এর সময়সীমা থাকাতে এই কর্মসূচি আপাতত ৩০ তারিখ অবধি চলবে, lock down বাড়লে এই সময়সীমা আরো বাড়বে বলে জানিয়েছে, কৃষ্ণনগর মেরিনার্স এর পক্ষে শ্যামল দত্ত। 

তিনি আরও জানিয়েছেন এই দুর্যোগ কে মাথায় রেখেই সব রকমের স্বাস্থ্যবিধি মেনে এই কাজ সংগঠিত হচ্ছে,ভ্রমর সংস্থার সুদীপ সরকার তাই মনে করে এগিয়ে যাবে কর্মসূচী।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages