Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, May 24, 2021

করোনাকালে একদম বিনামূল্যে টেলি স্বাস্থ্যপরিষেবা দিচ্ছে COROণীয়

করোনাকালে একদম বিনামূল্যে টেলি স্বাস্থ্যপরিষেবা দিচ্ছে COROণীয়




"মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও,
এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও,
মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।-শক্তি চট্টোপাধ্যায়


কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত মানব সভ্যতা। শুধু যে শারীরিক ভাবেই আক্রান্ত হচ্ছে মানুষ তাই নয়, মানসিক ভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছে। সব মিলিয়ে মানব জীবন দারুন সঙ্কটে। এই সঙ্কটকালে অনেকেই এগিয়ে আসছেন মানুষের পাশে দাঁড়াতে।


এমনি একটি সংগঠন এবার এগিয়ে এলো, যার নাম 'Coroণীয়' । কি এই 'Coroণীয়' ?


'Coroণীয়' আসলে একটি টেলি স্বাস্থ্য পরিষেবা। যেখানে একদম নিখরচায় সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে। এই দলে এমন চিকিৎসক রয়েছে যাঁরা কোভিড রোগীদের এবং সন্দেহজনক রোগীদের জন্য চিকিত্সার পরামর্শ দেন। চিকিত্সকরা ছাড়াও এই গ্রুপের পুষ্টিবিদরা রোগীদের পুষ্টির ডায়েট সরবরাহ করছেন। এছাড়াও লকডাউনে একাকি মানুষ মানসিক অবসাদে ভুগছেন, তাই তাঁদের সাহায্যার্থে রয়েছেন মনোবিজ্ঞানী এবং মনোরোগ বিশেষজ্ঞের একটি দল।


সবমিলিয়ে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের অত্যন্ত প্রয়োজনীয় সব চাহিদা মেটাচ্ছে এই 'Coroণীয়' সংগঠন।


'Coroণীয়' সংগঠনের চেয়ার পার্সন সম্রাট সরকার জানিয়েছেন- "মানবতার স্বার্থে আমাদের অন্তরের আত্মায় আলোকিত, আমরা, 'Coroণীয়' -এর সদস্যরা আতঙ্ক ও ভয়ের এই সময়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করছি।"


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages