সঙ্গীতজ্ঞ স্বপন সাহার গানের ক্লাস বিকল্প পথে
কোভিড পরিস্থিতিতে শিক্ষা ব্যাবস্থা সম্পুর্ণ নির্ভরশীল অনলাইন ক্লাসের উপর। শিক্ষার্থীরা মানিয়ে নিয়েছেন এই ব্যাবস্থার সাথে। প্রায় এক বছর হতে চলেছে সারা দেশ মানিয়ে নিয়েছে অনলাইন ক্লাস ও ওয়ার্ক ফ্রম হোমের সাথে। কিন্তু যে সকল মানুষ শিক্ষালাভ করছিলেন সৃজনশীল কোনো বিষয়ে তারা পরেন বিপদে। সঙ্গীতজ্ঞ স্বপন সাহা ও কোভিড পরিস্থিতিতে বন্ধ রাখেন তার ক্লাস। কিন্তু গুরুর পরিবার তো ছাত্রর ছাড়া অসম্পূর্ণ। তাই কোভিড পরিস্থিতিতে সঙ্গীত শিক্ষা চলে অনলাইন।
স্বপন বাবুর ছাত্র-ছাত্রী বিভিন্ন বয়সের। স্কুল পড়ুয়া , মধ্যে বয়স্ক থেকে বৃদ্ধ - বৃদ্ধা । সঙ্গীতজ্ঞ স্বপন সাহা প্লেব্যাক করেন ঋতুপর্ণ ঘোষের হীরের আংটি সহ বেশ কিছু বাংলা ছবি ও টেলি ছবিতে। স্বপন বাবু কে নিয়মিত দেখা যায় দূরদর্শন অনুষ্ঠানে।
স্বপন সাহা অনলাইন ক্লাস বিষয়ে আরও জানান " কোভিড পরিস্থিতিতে আমার নিজের সাবধানতা ও ছাত্র-ছাত্রীদের সাবধানতার কথা মাথায় রেখে আমি অনলাইন ক্লাস শুরু করি। প্রথম দিকে একটু সমস্যা হলেও আমি ও আমার ছাত্র-ছাত্রীরা অনলাইন ক্লাস পদ্ধতি কে মানিয়ে নিয়েছি। মজার ব্যাপার হল ক্লাস এর স্থানে পৌঁছাবার সময় বেঁচে যাচ্ছে। আগে কারো অসুবিধা থাকলে সে ও ক্লাসটা মিস করতে। এখন যেহেতু ঘর থেকে ক্লাস আমি সময় বের করে তাকে অন্য সময় শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। আগে ইচ্ছে থাকলেও উপায় ছিল না। "
সঙ্গীতজ্ঞ স্বপন সাহার এই অনলাইন ক্লাস শুরু হওয়ায় খুশি ছাত্র-ছাত্রীরাও।
বাইপাসের ধারে এক সর্বনাম ধন্য বেসরকারী নার্সিংহোমের কর্মকর্তা ও বিখ্যাত চিকিৎসক ডঃ সুশান্ত ভট্টাচার্য জানান " সঙ্গীত শিক্ষায় এবং চর্চায় গুরুর প্রয়োজনীয়তা অতীব গুরুত্বপূর্ণ । করোনার এই মহামারী কালে , অনলাইনে ভিডিও সহযোগে বিশিষ্ট ও ছাত্রদরদী সঙ্গীত শিক্ষক স্বপন সাহা মহাশয় গত একবছর অত্যন্ত নিষ্ঠা সহকারে গান শিখিয়েছেন । আমি ওনার পাঁচ বছরেরও বেশী সময়ের ছাত্র । সাক্ষাতে শেখার সব দিকগুলো আমি অনলাইনেও পরিপূর্ণ ভাবে পেয়েছি এবং আজও পাচ্ছি ।"
গল্ফগ্রীন নিবাসী শ্রীমতি জয়ন্তী গুপ্ত বেশ কিছু দিন ধরে অনলাইন ক্লাস শুরু করেন স্বপন সাহার কাছে। তিনি জানান " আমি স্বপন সাহা স্যারের কাছে অনলাইন ক্লাস করছি, আমার খুব ভালো লাগছে, গান তুলতে ও খুব সুবিধা হচ্ছে।"
দক্ষিণ কলকাতা নিবাসী স্বাতী দাসগুপ্ত জানান " 2020 র লকডাউনের আগে পর্যন্ত আমি ওনার বাড়িতেই ক্লাস করতাম। এখন অনলাইন ক্লাস করি। আমার অনলাইন ক্লাসে কোন প্রবলেম হয় নি , এখন পর্যন্ত। বিগত এক বছরে অনলাইন ক্লাস সুষ্ঠ ভাবেই চলছে।" লকডাউন ও সোস্যাল দূরত্বের কারণে বন্ধ হয়নি ক্লাস। ছাত্র-ছাত্রীদের সাথে তাদের প্রিয় "স্যার" -এর দূরত্ব মিটিয়েছে মুঠো ফোন।
new convictions, and new sonnets, and new songs too. A rich woven artwork of music was then acquainted going from people song with the current day hip bounce music. https://www.spotifyfame.com/
ReplyDelete