বিশ্ব তামাকমুক্ত দিবসে শিল্পী সৌমিতার অভিনব উদ্যোগ
তামাক একটি নেশা সৃষ্টিকারী পণ্য। পৃথিবীর অর্ধেক শিশুই নিকোটিনপূর্ণ বাতাসে শ্বাস নিচ্ছে। সুস্থ পরিবেশে শিশুদের বেড়ে ওঠার জন্য তামাককে বর্জন করা জরুরি। বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে। পরিপাকতন্ত্রের ক্ষতি, ফুসফুসের ক্যান্সার সহ নানা ধরনের ক্যান্সার, উচ্চ রক্তচাপ এমনকি স্থায়ীভাবে অন্ধত্ব বরণ পর্যন্ত করতে হতে পারে ধূমপানের ফলে। কোভিড পরিস্থিতিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্ভেতে দেখা গিয়েছে তামাক সেবনকারীদের মধ্যে এই রোগ জনিত জটিলতা অনেক বেশি। প্রতি বছর এই দিনটি উদযাপন করার একটি থিম বেছে নেওয়া হয়। এই বছরের থিম " Quit Tobacco to be a Winner " সোস্যাল মিডিয়া জুরে চেয়ে রয়েছে হ্যাশট্যাগ ' কমিট টু কুইট '( #CommitToQuit ) ।
বিভিন্ন দেশের মানুষ নিয়েছেন এই অঙ্গীকার। এই ক্যাম্পেইনে স্বচতনতার প্রসারে উদ্যোগি হয়েছেন স্বনাম ধন্যা সঙ্গীত শিল্পী ও চিত্রকর সৌমিতা সাহা ( Soumita Saha)। সৌমিতা সোস্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে অ্যাক্টিভ হলেও সমকালীন ট্রেন্ড 'টিক্ টক্' , 'রিলস্' এর স্রোতে গা ভাসানি। তবে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শিল্পী বানালেন " রিলস্ " এছাড়া বেশ কিছু দিন ধরে এই ক্যাম্পেইন নিয়ে চলছিল অক্লান্ত পরিশ্রম। কখনো সিনেমার ধুমপানকারী চরিত্রদের নিয়ে। কখনো শিল্পকলার মাধ্যমে। অনবদ্য চারকোল স্কেচ, ও পেন কালীর ইলাস্ট্রেশনের মাধ্যমে শিল্পী ছুঁয়ে যান নেটাগরিকদের হৃদয়। এই বিষয়ে সৌমিতা বলেন " প্রতি বছর এই ধুমপানের কারণে অনেক মানুষ শ্বাসকষ্টের রোগে ভোগেন। সব চেয়ে দূর্ভাগ্য জনক ভোগান্তি পোহাতে হয় প্যাসিভ স্মোকিং এর জন্য। এই কোভিড পরিস্থিতিতেও যদি আমরা না বুঝি, তবে হয়তো আরও ভোগান্তি পোহাতে হবে। তাই মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের।"
সৌমিতা ইভিএম জগতে সাফল্য পাওয়ার পাশাপাশি সাফল্য পেয়েছেন রবীন্দ্র সংগীতে। তাঁর আঁকা ছবি সম্প্রতি পস্থান পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের প্রসিদ্ধ আর্ট রীচ্ গ্যারিতে। সৌমিতা ইমিউন সংস্থার ' ফাইন্ড আ বেড ' প্রকল্পেও যোগদান করেছেন কজ্ অ্যাম্বাসেডর হিসেবে।
No comments:
Post a Comment