একদিকে বৃক্ষরোপণ অন্যদিকে করোনা থেকে বাঁচাতে স্যানিটাইজেশনে বিধায়ক অনুপকুমার সাহা
অভিক মিত্র, বীরভূমঃ
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সোমবার সকালে দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামপঞ্চায়েতের গোকরুল গ্রামে বৃক্ষরোপন করলেন দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা।
সাথে ছিলেন বীরভূম বিজেপির জেলা সম্পাদক তথা শক্তিকেন্দ্র প্রমুখ গনেশ ঘোষ ।
এদিন বৃক্ষরোপনের পাশাপাশি দুবরাজপুর পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে স্যানিটাইজ এবং মাস্ক বিতরন করে সচেতনতা গড়ে তোলেন বিধায়ক অনুপকুমার সাহা ।
No comments:
Post a Comment