শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাতে শালবনির বিধায়কের দ্বারস্থ হলো বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক সংগঠন
সংবাদ একলব্যঃ
আজ পার্টটাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির তরফ থেকে রীণা মণ্ডলের নেতৃত্বে শালবনির বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র , মাঝারি শিল্প এবং বস্ত্র মন্ত্রী মাননীয় শ্রীকান্ত মাহাতোর সাথে সাক্ষাত করে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকদের পক্ষ থেকে তাঁর কাছে আবেদন করা হয় শিক্ষামন্ত্রীর কাছে তাদের বিষয়টি তুলে ধরার জন্য। শিক্ষামন্ত্রী যাতে বিদ্যালয়ের আংশিক শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করেন এবং করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের আংশিক শিক্ষকদের দুরবস্থা দুর করার জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করেন।
সংগঠনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘোরিয়া জানান, এই করোনা পরিস্থিতিতে যদি সরকার তাদের দাবি না মানেন তাহলে লকডাউন শেষে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
No comments:
Post a Comment