Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 30, 2021

কেন্দ্র সরকারের সাতবছর পূর্তি উপলক্ষ্যে মাস্ক ও স্যানিটাইজার প্রদান বিধায়ক অনুপকুমার সাহার

কেন্দ্র সরকারের সাতবছর পূর্তি  উপলক্ষ্যে  মাস্ক ও স্যানিটাইজার প্রদান বিধায়ক অনুপকুমার সাহার 



অভীক মিত্র, বীরভূম:

রবিবার সকালে খয়রাশোল ব্লকের খয়রাশোল ব্যবসায়িক সমিতির হাতে করোনা মহামারী থেকে মানুষের জীবন বাঁচাতে অক্সিজেন সিলিন্ডার ও একহাজার মাস্ক তুলে দিলেন দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিধায়ক অনুপকুমার সাহা ।


এছাড়াও এদিন লোকপুর অঞ্চলের বিশালপুর গ্রামে গ্রামবাসীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন‌ তিনি।


অনুপকুমার সাহা বলেন"কেন্দ্র সরকারের সাতবছর পূর্তি  উপলক্ষে গ্রামবাসীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়ে করোনা নিয়ে আবারও সচেতন করলাম ।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages