রেড ভলেন্টিয়ার্সদের পাশে দাঁড়ালো রাজ্য কো-অর্ডিনেশন কমিটি দিনহাটা মহকুমা শাখা
সংবাদ একলব্য, দিনহাটাঃ
করোনা পরিস্থিতিতে নানা ভাবে কাজ করে যাওয়া রেড ভলেন্টিয়ার্সদের পাশে দাঁড়ালো রাজ্য কো-অর্ডিনেশন কমিটি দিনহাটা মহকুমা শাখা ।
আজ দিনহাটা ১ নং ব্লক বিডিও অফিসের হল ঘরে কোভিড স্বাস্থ্য বিধি মেনে রেড ভলেন্টিয়ার্স এর হাতে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি দিনহাটা মহকুমা শাখার পক্ষ থেকে পিপিই কিট,স্যানিটাইজার,থার্মাল গান সহ আরো কিছু জিনিস তুলে দেওয়া হয় করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ানো রেড ভলেন্টিয়ার্সদের কাজ করার জন্যে।
উপস্থিত ছিলেন কো-অর্ডিনেশন কমিটি দিনহাটা মহকুমা সম্পাদক প্রদীপ কর,অনুপ বিশ্বাস,আলোক ঘোষ, আবু বক্কর শেখ,রেড ভলেন্টিয়ার্স দিনহাটা শাখার আহবায়ক শুভ্রালোক দাস,অভ্র সরকার,অভিক সরকার,অমিত অধিকারী,অংশুমালী রায় প্রমূখ।
No comments:
Post a Comment