৮ বছরের রেশমিকে বাঁচাতে এগিয়ে এলো বাবু ভাই
একদিকে করোনা সংক্রমণ রোধ করতে লকডাউন অন্যদিকে ব্লাড ব্যাঙ্কে রক্তশূণ্যতা। এক অসহায় পরিস্থিতিতে পরে যায় ভেটাগুড়ির এক রোগীর পরিবার।
দিনহাটা হাসপাতালে ভর্তি ৮ বছরের রেশমিকে নিয়ে দিশাহারা পরিবার রক্তের খোঁজ করতে থাকে। ঠিক সেই সময় স্যোসাল মিডিয়া মারফৎ খোঁজ যায় বাবু ভাইয়ের (রফিকুল ইসলাম) কাছে।
বাবু ভাই বুড়িরহাট তৃনমূল ছাত্র পরিষদের একজন সদস্য। মুহূর্ত বিলম্ব না করে পৌঁছে যায় দিনহাটা হাসপাতালে।
রেশমির পরিবার জানায়- 'বাবু ভাই না এলে আজ কি যে হতো, ভেবেই পাচ্ছি না। আমরা চির কৃতজ্ঞ থাকবো।'
বাবু ভাই সংবাদ প্রতিনিধিকে জানান- ' করোনা কালে রক্তসঙ্কটের কথা শুনে আমি নিজে আমার ফেসবুকে জানাই, কারো B+ রক্তের প্রয়োজন হলে যেনো আমাকে ফোন করে। আজ ফোন পেয়ে আর দেরি করিনি। আমার রক্ত কারো জীবনের কাজে লেগেছে-এতেই আমি আনন্দিত।'
No comments:
Post a Comment