এক কঠিন সময়ের সম্মুখীন গোটা বিশ্ব-মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে একদল যোদ্ধা
এক কঠিন সময়ের সম্মুখীন গোটা বিশ্ব। আজ করোনার মতো বৈশ্বিক মহামারী কবলিত মানুষের সংখ্যায় বিরাম নেই। মৃত্যু মিছিলে স্বজন হারার কান্না। রোগাক্রান্ত হয়ে গৃহবন্দী কত শত। এই কঠিন সময়েই শারিরীক দূরত্ব বাজায় রেখে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে একদল যোদ্ধা।
করোনা কালের মানুষ যখন পরিজনের থেকে দূরে সরে গিয়ে একাকীত্বের জীবন যাপন করছে তখনই এই যোদ্ধাদের তৎপরতায় গড়ে উঠেছে Covid Help Desk। উদ্দেশ্যে এই পরিস্থিতিতে সাধারণের পাশে থাকা, তাদের বিপদে নিজেদের বাজি রেখে ছুটে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আক্রান্তের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ঔষধ, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। হেল্পলাইন নম্বরে কল আসছে অনবরত কারো হাসপাতালে বেড চাই, কারো অক্সিজেন, কারো ঔষধ, কারো পরিবারে করোনা থাবা পুরো পরিবারকেই গৃহবন্দী করেছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা; ক্লান্তিহীন ভাবে সামালাচ্ছ সবকিছুই।
পাশাপাশি সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে, রয়েছে টেলিমেডিসিনের ব্যবস্থা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।
এই অল্প কয়েক দিনের মধ্যেই সাধারণের মনে ভরসার স্থান করে নিয়েছে এই যোদ্ধারা। Covid Help Desk এর কাজে যুক্ত হয়েছে অসংখ্য ছাত্র-যুব, যার মূল আহ্বায়ক তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি সুদীপ রাহা। একবাক্যে যাদের উপর ভরসা করছে সকলে।
Covid Help Desk এর উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। এই করোনা কালে শারিরীক দূরত্ব বজায় রেখে সামাজিক নৈকট্যের নজির গড়ে তুলেেছে তারা।
প্রয়োজনে ফোন করতে পারেন আপনিও- নীচের যে কোন নাম্বারে।
- 8906428576
- 7477674503
- 7980878974
No comments:
Post a Comment