Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, May 10, 2021

অনলাইন টিচিং সংস্থার রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

অনলাইন টিচিং সংস্থার রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন





নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগর, উত্তর ২৪ পরগণা : সারাদিন ব্যাপী যথাযথ মর্যাদার সাথে ‘অনলাইন টিচিং’ সংস্থার পক্ষ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে পালন হল রবীন্দ্রজয়ন্তী উৎসব ২০২১। গতবছর লকডাউন শুরু হবার পর থেকে ঘরে বসেই প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরা যাতে পড়াশুনা চালিয়ে যেতে পারে সেইদিকে লক্ষ্য রেখে কালাঞ্চী জুনিয়র বেসিক স্কুলের যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘অনলাইন টিচিং’ নামক অলাভজনক সংস্থাটির।

সংস্থাটির পরিচালক গবেষক ও শিক্ষক ড. অরূপ মজুমদার জানান যে, মূলত গাইঘাটা সার্কেলের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং তাদের অর্থানুকূল্যে ‘অনলাইন টিচিং’ প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্নস্তরের ছাত্রছাত্রীদের পাঠনপাঠন সম্পর্কিত বিষয়ে কাজ করে চলছেন।সংস্থার নির্দিষ্ট ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল তৈরি করে সকল শিক্ষক শিক্ষিকা প্রতিদিন প্রাথমিক পাঠ্যসূচী অনুযায়ী পাঠ তৈরি করে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছে প্রাথমিক শিক্ষার্থীদের কাছে। 

সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলের ধারাবাহিকতা বজায় রাখতেই এবছর রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করা হয়েছিল। যেখানে সমস্তস্তরের ছাত্রছাত্রীসহ শিক্ষক শিক্ষিকারা কবিতা, নৃত্য, আবৃত্তির ভিডিও পাঠিয়ে সংস্থার সোসাল মিডিয়ায় আপলোডের মাধ্যমে এই দিনটি উদযাপন করেন। সবগুলি উপাদান নিয়ে ‘কবির জন্য’নামক অ্যালবা প্রকাশিত হয়। যা সংস্থার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে।শিক্ষক অজয় নিয়োগী, বাবুবাল সরকার, সুকুমার মণ্ডল, ঝুম্পা চ্যাটার্জী, লিপিকা সোম, জয়ন্তী দাস, মাধুরী বালা, ডালিয়া দে, সায়ন্তনী রায় প্রমুখ শিক্ষক শিক্ষিকা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়াও উত্তর ২৪ পরগণা, উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলের প্রাথমিক শিক্ষার্থীরাও বাড়িতে থেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।সংস্থার সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন- https://www.youtube.com/watch?v=ddkdx_y5foA&feature=youtu.be

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages