নতুন মন্ত্রিসভা গঠনের দিনই রাজ্য সরকারকে চাপে ফেলতে সরব হলো SPTTA
রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠনের দিনই রাজ্য সরকারকে চাপে ফেলতে কাজের স্থায়ীকরণের দাবিতে সরব হলো বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাগণ।
জানাগিয়েছে সংগঠনের পক্ষ থেকে আজ তৃতীয়বারের জন্য নির্বাচিত মুখ্যমন্ত্রীকে ইমেইল করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘোরিয়া জানান,"আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সরকারি এবং আধা-সরকারি বিদ্যালয়গুলিতে আংশিক সময়ের শিক্ষকতা করি। বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাবের জন্য বিদ্যালয়ের পরিচালন সমিতি আমাদেরকে নিয়োগ করে থাকেন এবং স্কুল থেকে অতি সামান্য বেতন দেয়া হয়। আমাদের মাইনে মাসে এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে।"
তিনি আরও বলেন- "এই করোনা পরিস্থিতিতে অনেক বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাদের বেতন টুকুও দিচ্ছেন না। তাই আমরা অত্যন্ত অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছি। এজন্য আমরা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের স্থায়ীকরণ এবং উপযুক্ত সাম্মানিক দেওয়ার দাবি জানিয়ে রাজ্যব্যাপী সকলে আজকের কর্মসূচি গ্রহণ করেছি। আশা করি সরকার আমাদের বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করবেন। আর যদি না করেন তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।"
No comments:
Post a Comment