রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন AIDSO দিনহাটা লোকাল কমিটি এবং নেতাজী কোচিং সেন্টারের
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিবস পালন করল AIDSO দিনহাটা লোকাল কমিটি এবং নেতাজী কোচিং সেন্টার।
করোনা বিধি মেনে এদিন AIDSO র পক্ষ থেকে নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারের সামনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাপসী বর্মন, স্বপ্না বর্মন, মৃগাঙ্ক সরকার, সঞ্জয় দেব, মোন্নাফ আলি প্রমুখ।
নেতাজী কোচিং সেন্টারের এদিনের এই সংক্ষিপ্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদীপ রায় , মিহির জামাল, আনোয়ার হোসেন প্রমুখ।
No comments:
Post a Comment