Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 9, 2021

রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির

রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির



অনুপম মোদক, পুন্ডিবাড়ি, 9 মেঃ 

চারিদিকে যখন করোনার এক ভয়াবহ রূপ দেখা দিয়েছে, তেমনি ভাবে রক্তের হাহাকারও চলছে  ব্লাড ব্যাঙ্ক গুলিতে । সাময়িকভাবে তার কিছুটা পূর্ণ করানোর জন্যই কোচবিহার 2 এর অন্তর্গত পুন্ডিবাড়ি ধর্মবরেরকুঠী,পাকুরতলার সন্নিকটে ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাব এর পরিচালনায় এবং ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় আজ ২৫শে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। 



এদিনের রক্তদান শিবিরে অত্র এলাকার ৭ জন মহিলা সহ মোট ৩২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন । ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে সকল রক্তদাতাকে রক্তিম শুভেচ্ছা বার্তা সহকারে একটি করে সার্টিফিকেট প্রদান করা হয়।

সমস্ত রকম সরকারি প্রোটোকল মেনে শিবিরটি আয়োজন করা হয়েছিল বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কোর কমিটির সম্পাদক রাজাবৈদ্য, ফরওয়ার্ড স্পোটিং ক্লাবের সম্পাদক সমীর কুমার দে, এবং ক্যাম্পের প্রধান উদ্যোক্তা পার্থ দত্ত সহ অনেকেই।



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages