বর্ষা আসছে, ফাঁসিরঘাটে সড়ক সেতু নির্মানের অপেক্ষায় সাধারণ মানুষ
কোচবিহারের প্রবেশদ্বার ফাঁসিরঘাটে সড়ক সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। সদ্য বিধানসভা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল কোচবিহার দক্ষিণ বিধানসভা ক্ষেত্রে তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে জয়লাভ করে সড়ক সেতু তৈরি করে দেবেন। ভোট গণনা শেষে দেখা যায় এই বিধানসভার ক্ষেত্রে জয়লাভ করে বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে।
বিজেপির পক্ষে নির্বাচনী প্রচারের সময় এসে বর্তমান বিরোধী দলের দলনেতা শুভেন্দু অধিকারী চান্দামারী গ্রাম পঞ্চায়েতে জোর গলায় বলে গেছিল যে তাদের প্রার্থী জিতলে ফাঁসিরঘাটে সেতু তৈরি হবে। তৃণমূলের তরফে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করেছিল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।
তিনিও নির্বাচনের ফল ঘোষণার পর মিডিয়াকে বলেছিল আমার কথা ছিল ভোটে জিতলে ফাঁসিরঘাটে সেতু তৈরি করার , আমি যদিও নির্বাচনে জয়লাভ করতে পারিনি তবুও এখানে সড়ক সেতু তৈরি হবে কারণ আমাদের সরকার ক্ষমতায় রয়েছে। আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে ওখানে সড়ক সেতু তৈরির প্রয়োজনীয়তা বোঝাবো অবশ্যই তিনি ওখানে সড়ক সেতু তৈরি করে দেবেন।
ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি- কাওসার আলম ব্যাপারী বলেন, "আশাকরি এবার এখানে একটি সড়ক সেতু তৈরির কাজ শুরু হয়ে যাবে। কারণ নির্বাচনের সবাই সড়ক সেতু তৈরি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি বদ্ধ ছিল। কোচবিহার দক্ষিণ বিধানসভা ক্ষেত্রের জয়ী প্রার্থী ও রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন জনগণের ন্যায্য দাবী মেনে নিয়ে এখানে একটি সড়ক সেতু তৈরি করার মাধ্যমে কোচবিহার দক্ষিণ পশ্চিম অংশে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা নিয়ে আসবে, সেইসঙ্গে কোচবিহার জেলায় উন্নতির জন্য সেতুবন্ধনের মাধ্যমে উন্নয়নের জোয়ার নিয়ে আসবে।"
ফাঁসিরঘাটে অবশ্যই ব্রিজ চাই
ReplyDelete