ঝড়ে ব্যাপক ক্ষতি ধূপগুড়ি এবং ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ শুক্রবার গভীর রাতের বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ময়নাগুড়ি এবং ধূপগুড়ির গোটা ব্লক জুড়ে। অনেক বাড়ির ঘরের চাল উড়ে গিয়েছে । প্রচুর গাছ উপড়ে ও ভেঙে পড়েছে । ক্ষতি হয়েছে ফসলেরও। ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ী বাবুপাড়ার বাসিন্দা পেশায় ডেকোরেটর ব্যবসায়ী ননিগোপাল রায়ের বাড়িতে বটগাছের একটি প্রকান্ড ডাল ভেঙে ঘরের উপরে পড়েছে। তাঁর প্যান্ডেলের সামগ্রী রাখার ঘর ও রান্না ঘর দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে তাঁর শোবার ঘরেরও।
'ননিগোপালবাবু বলেন, ঘরে মজুদ রাখা চেয়ার, টেবিল, বাসনপত্র সহ প্যান্ডেল তৈরির প্রচুর সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে।' অন্যদিকে ওই পাড়ারই বাসিন্দা ধনোবালা রায়ের বাড়ির চারটি ঘরের টিনের চাল সহ বাঁশের বেড়া ঝড়ে উড়ে গিয়েছে। তছনছ হয়ে গিয়েছে ঘরে থাকা সমস্ত জিনিসপত্র। বর্তমানে তাঁর মাথা গজানোর উপায় নেই।
এমতাবস্থায় সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন তিনি। ধনোবালাদেবী বলেন, 'ভোররাতে আচমকা দমকা হাওয়ায় চারটি ঘরই লন্ডভন্ড ভয়ে গিয়েছি। নিরুপায় হয়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। প্রাণ বাঁচাতে ছুটতে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছি।' অপরদিকে হেলাপাকড়ি বাজারে বটগাছের মস্তবড় একটি ডাল ভেঙে গালামাল ব্যবসায়ী ভবেন সেন ও হোটেল ব্যবসায়ী সত্য রায়ের দোকান ঘরের ক্ষতি হয়েছে। পাশাপাশি সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের কাশীরডাঙ্গা এলাকায় ঝড়ে উপড়ে পড়েছে বিভিন্ন গাছ ভেঙেছে ঘর । এদিনের ঝড়ের তান্ডবে দক্ষিণ পদমতিতে কয়ানদীর বাঁশের সাঁকোটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। দ্রুত সাঁকো মেরামতের দাবি জানাচ্ছেন তাঁরা।
পদমতি-২ গ্রামপঞ্চায়েতের প্রধান লিপিকা রায় বলেন, 'এদিনের ঝড়ে অঞ্চলের বিভিন্ন এলাকায় দারুন ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এই মুহূর্তে বলা সম্ভব নয়। খোঁজখবর নিয়ে ক্ষয়ক্ষতির বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে।'
অপরদিকে ব্যাপক ক্ষতি হয়েছে ধূপগুড়ির গোটা ব্লক জুড়ে । ধূপগুড়ি ব্লকের মাগুর্মারি টু গ্রাম পঞ্চায়েতের ১৬/১৩৩ নং বুথে ঝড়ে গাছ উপড়ে পড়ে ভেঙেছে বেশ কয়েকটি বাড়ি ।
No comments:
Post a Comment